কোন আশা নেই
নয়াদিল্লী, ৯ ডিসেম্বর-“আমাদের বিমানগুলাে আকাশে ওড়াবার কোন আশা নেই…আমার মনে হচ্ছে ওরা (ভারতীয়রা) ৪৮ ঘন্টার মধ্যেই ঢাকা আক্রমণ করবে। একান্ত গােপনীয় কাগজপত্র আমরা ইতিমধ্যেই নষ্ট করতে শুরু করেছি। গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ধ্বংস করে ফেলার আয়ােজনও করে ফেলেছি।…” দূরপাল্লার টেলিফোনে এয়ার কমডাের অফিসার ইনকম্যান্ড গতকাল পেশােয়ারের সদর ঘাটিকে একথাগুলি গতকাল বলেছেন। বেলা তখন ১১.১৫ এই টেলিফোনে কথােপকথন মাঝপথে ট্যাপ করে শােনা হয় বলে ইউ এন আই জানাচ্ছে। ইনাম সদর দপ্তরকে জানালেন এখানের রানওয়েতে গতকাল মিগ-২১ বিমানগুলি হানা দিয়ে বিরাট গহ্বর করে গেছে। তানা হলে আজ আমরা বিমান অভিযান করতাম আমি মনে করি না আমরা খুব বেশিবার আকাশে উড়তে পারব। আদৌ পারব কিনা সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। জানি না এ খবর ইস্টার্ণ কম্যান্ড আপনাদের দিয়েছে কি না সেজন্যই আমি জানাচ্ছি। বাঙলাদেশ থেকে এ ধরনের আরও অনেক সংবাদ আসছে। পাক-বাহিনী চরম বিপর্যয়ের জন্য তৈরি হচ্ছে। ঢাকা থেকে রাওয়ালপিন্ডিতে পাঠানাে একটি টেলিগ্রামে জানা গেছে যে, কুষ্টিয়া, রাজশাহী, চট্টগ্রাম, যশাের, বগুড়া এবং নাটোরের টেলিফোন লাইনগুলাে কাজ করছে না।
সূত্র: কালান্তর, ১০.১২.১৯৭১