You dont have javascript enabled! Please enable it! বীর প্রতীক মো. আলী আকবর মিজি - সংগ্রামের নোটবুক

বীর প্রতীক মো. আলী আকবর মিজি

মো. আলী আকবর মিজি, বীর প্রতীক (জন্ম ১৯৩১) সুবেদার ও বীর মুক্তিযোদ্ধা। তিনি ১৯৩১ সালে চাঁদপুর সদর উপজেলার পশ্চিম শকদি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ওসমান আলী মিজি এবং মাতার নাম সাফিয়া খাতুন। ৩ ভাই ও ২ বোনের মধ্যে তিনি সবার বড়। তিনি চান্দ্রা ইমাম আলী হাইস্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেন। ১৯৫৪ সালে তিনি ইস্ট পাকিস্তান রাইফেলস্এ যোগদান করেন। ১৯৭১ সালে তিনি ইস্ট পাকিস্তান রাইফেলস্-এর দিনাজপুর উইংয়ের ডাবরী ক্যাম্পে কর্মরত ছিলেন। ২৫শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর বাঙালিদের ওপর গণহত্যা শুরুর পর তিনি সহযোদ্ধাদের নিয়ে বিদ্রোহ করে ৪ জন অবাঙালি ইপিআর সেনাকে হত্যার মাধ্যমে মুক্তিযুদ্ধে যোগ দেন। এরপর তিনি বিভিন্ন স্থানে প্রতিরোধযুদ্ধে অংশগ্রহণ করেন। প্রতিরোধযুদ্ধ শেষে তিনি নিজ বাহিনীর সঙ্গে ভারতীয় সীমান্তের তরঙ্গপুরে অবস্থান নেন। পরবর্তীতে তিনি মেজর শাফায়াত জামিল, বীর বিক্রমএর নেতৃত্বে ৩য় বেঙ্গল রেজিমেন্টে অন্তর্ভুক্ত হয়ে ভারতের তেলঢালায় চলে যান। তিনি ‘জেড’ ফোর্সের মেজর শাফায়াত জামিলের অধীনে ১২ নম্বর প্লাটুন কমান্ডার হিসেবে কুড়িগ্রামের রৌমারী, জামালপুরের দেওয়ানগঞ্জ, বাহাদুরাবাদ, সিলেটের গোয়াইনঘাট, সুনামগঞ্জের ছাতক প্রভৃতি স্থানে বীরত্বের সঙ্গে লড়াই করেন।
মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার সুবেদার মো. আলী আকবর মিজিকে ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত করে। তাঁর স্ত্রীর নাম সখিনা খাতুন। তিনি ২ কন্যা ও ১ পুত্র সন্তানের জনক। [শফিউদ্দিন তালুকদার]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৮ম খণ্ড