You dont have javascript enabled! Please enable it! 1971.04.29 | মেহেরপুর কোর্টবিল্ডিং গণহত্যা (মেহেরপুর সদর) - সংগ্রামের নোটবুক

মেহেরপুর কোর্টবিল্ডিং গণহত্যা (মেহেরপুর সদর)

মেহেরপুর কোর্টবিল্ডিং গণহত্যা (মেহেরপুর সদর) সংঘটিত হয় ২৯শে এপ্রিল। এতে ৮ জন মানুষ নির্মম হত্যার শিকার হন।
ঘটনার দিন পাকবাহিনী তাদের এদেশীয় দোসর রাজাকারদের সহযোগিতায় মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে প্রবেশ করে এবং বেশ কয়েকজন নারীর ওপর পাশবিক নির্যাতন চালায়। তারা পুরো গ্রামে লুটপাট করে এবং ঘরবাড়ি পুড়িয়ে দেয়। এদিন তারা ঐ গ্রাম থেকে ৮ জন স্বাধীনতাকামী মানুষকে ধরে মেহেরপুর কোর্ট বিল্ডিংয়ের সামনে নিয়ে যায় এবং সেখানে তাদের গুলি করে হত্যা করে, যা মেহেরপুর কোর্ট বিল্ডিং গণহত্যা নামে অভিহিত করা হয়। এখানকার শহীদরা হলেন— তাহের উদ্দিন (পিতা এলাহী বখস), আবদুল জলিল (পিতা হারান শেখ), নূর ইসলাম (পিতা আবদুল জলিল), খোদা বখস (পিতা এলাহী বখস), দুলা (পিতা ফকির মোহাম্মদ), শুকুর উদ্দিন ওরফে শুকলাল (পিতা ভূতনাথ মণ্ডল), শিরিশ শেখ (পিতা জাদু শেখ) ও আবদুর রহমান (পিতা জোহার মিয়া)। এদের একই কবরে সমাহিত করা হয়। [শফিউদ্দিন তালুকদার]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৮ম খণ্ড