You dont have javascript enabled! Please enable it!

মূলপাড়া যুদ্ধ (নরসিংদী সদর)

মূলপাড়া যুদ্ধ (নরসিংদী সদর) সংঘটিত হয় ১৪ই আগাস্ট। এতে দুজন পাকসেনা নিহত ও কয়েকজন আহত হয়।
জিনারদীর যুদ্ধ-এ মুক্তিযোদ্ধাদের নিকট চরমভাবে মার খাওয়ায় পরের দিন ১৪ই আগস্ট পাকসেনারা নরসিংদী থেকে এসে জিনারদী ক্যাম্প পরিদর্শন করে। পরিদর্শন শেষে হানাদার বাহিনী দক্ষিণ দিকের গ্রাম মূলপাড়া অভিমুখে রওয়ানা হয় এবং রাস্তার পার্শ্ববর্তী বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগ করে। এরপর তারা নেহাব গ্রামের দিকে অগ্রসর হয়। ইউনিট কমান্ডার ন্যাভাল সিরাজ – ও তাঁর টু-আই-সি ইমাম উদ্দিনের নিকট এ খবর পৌঁছামাত্র তাঁরা তাৎক্ষণিকভাবে ছুটে গিয়ে মূলপাড়ায় প্রতিরোধ গড়ে তোলেন। এখানে উভয় পক্ষে তুমুল যুদ্ধ হয়। প্রায় দুঘণ্টাব্যাপী যুদ্ধে হানাদারদের দুজন সৈন্য নিহত ও কয়েকজন আহত হয়। ফলে হানাদাররা পিছু হটে জিনারদী ক্যাম্পে গিয়ে আশ্রয় নেয়। এ যুদ্ধের খবর স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সহ বিভিন্ন প্রচার মাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়। ফলে ন্যাভাল সিরাজসহ তাঁর বাহিনীর সদস্যদের বীরত্বের কথা লোকের মুখে-মুখে উচ্চারিত হতে থাকে। [মুহম্মদ ইমাম উদ্দিন]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৮ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!