You dont have javascript enabled! Please enable it! বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অধ্যাপক ও সমাজসেবী মৃন্ময় ভট্টাচার্য - সংগ্রামের নোটবুক

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অধ্যাপক ও সমাজসেবী মৃন্ময় ভট্টাচার্য

মৃন্ময় ভট্টাচার্য ভারতের অধ্যাপক ও সমাজসেবী। তিনি কলকাতার রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের অর্থনীতি বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি অল ইন্ডিয়া ফেডারেশন অব ইউনিভার্সিটি এন্ড কলেজ টিচার্স এসোসিয়েশন (এআইএফইউসিটিও)-এর সাধারণ সম্পাদক, ওয়েস্ট বেঙ্গল কলেজ এন্ড ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছাড়াও আরো বিভিন্ন সংস্থার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক এসোসিয়েশন বাংলাদেশের পক্ষে জনমত সৃষ্টির জন্য বিভিন্ন সভা-সমাবেশের আয়োজন করে। এ সংগঠনের প্রত্যক্ষ সহায়তা ও তাঁর তত্ত্বাবধানে বাংলাদেশের বুদ্ধিজীবীরা ভারতের বিভিন্ন অঞ্চলে গমন করে বাংলাদেশের মুক্তি সংগ্রামের বিষয়টি উপস্থাপন করেন এবং মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টির চেষ্টা করেন।
মুক্তিযুদ্ধে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক ২০১৩ সালের ২৪শে মার্চ মৃন্ময় ভট্টাচার্য-কে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৮ম খণ্ড