You dont have javascript enabled! Please enable it! ভারতের কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সাবেক কর্মচারী মুন্সি মোহাম্মদ ফজলে কাদের - সংগ্রামের নোটবুক

ভারতের কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সাবেক কর্মচারীমুন্সি মোহাম্মদ ফজলে কাদের

মুন্সি মোহাম্মদ ফজলে কাদের (জন্ম ১৯৩৭) ভারতের কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সাবেক কর্মচারী। কাদের মিয়া নামে সমধিক পরিচিত মুন্সি মোহাম্মদ ফজলে কাদের ১৯৩৭ সালের ৩রা অক্টোবর অবিভক্ত ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৫৩ সালের ২৪শে এপ্রিল কলকাতার তৎকালীন পাকিস্তান ডেপুটি হাই কমিশনে চতুর্থ শ্রেণির একজন কর্মচারী তথা মেসেঞ্জার হিসেবে তিনি চাকরিতে যোগ দেন। তিনি ডেপুটি হাই কমিশনের বাঙালি প্রেস সচিব মকুসদ আলীর অধীনে কাজ করতেন। ২০০৩ সালের এপ্রিল মাসে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন থেকে তিনি অবসর গ্রহণ করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে কলকাতাস্থ তৎকালীন পাকিস্তান ডেপুটি হাই কমিশনের কর্মচারী কাদের মিয়া মুক্তিযুদ্ধের শুরু থেকেই বাংলাদেশের প্রতি অনুগত কমিশনের সকল বাঙালি কর্মকর্তা-কর্মচারীর ন্যায় গোপনে বাংলাদেশের পক্ষে কাজ করতেন। উপরাষ্ট্রদূত হোসেন আলির নির্দেশে তিনি গোপনে স্বাধীন বাংলাদেশের পতাকা তৈরি করে হস্তান্তর করেন। ৭১-এর ১৮ই এপ্রিল কলকাতাস্থ পাকিস্তান ডেপুটি হাই কমিশনে ঐ পতাকা উত্তোলনের মাধ্যমে কমিশনের সকল বাঙালি কর্মকর্তা- কর্মচারী বাংলাদেশের পক্ষে সরাসরি আনুগত্য প্রকাশ করেন। মুন্সি মোহাম্মদ ফজলে কাদেরও তখন থেকে প্রত্যক্ষভাবে বাংলাদেশের পক্ষে কাজ শুরু করেন। তিনি দিনরাত দলিলপত্র প্রস্তুতির কাজে সহযোগিতা, চিঠিপত্র বিতরণ, জনসভা ও মিছিলে অংশগ্রহণ এবং প্রচারপত্র বিলির কাজে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেন। নিয়মিত বেতন না পেয়েও তিনি বাংলাদেশীদের সঙ্গে একাত্ম হয়ে নিরলস পরিশ্রম করেন। একজন অতি সাধারণ ভারতীয় নাগরিকের বাংলাদেশের প্রতি এমন আনুগত্য ও নিঃস্বার্থ কর্ম সম্পাদন মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। মুক্তিযুদ্ধে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক ২০১৩ সালের ২৪শে মার্চ মুন্সি মোহাম্মদ ফজলে কাদের-কে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৮ম খণ্ড