You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের আইনজীবী, লেখক ও সমাজসেবী মুজাম্মিল আলী লস্কর

মুজাম্মিল আলী লস্কর (জন্ম ১৯৫০) ভারতের আইনজীবী, লেখক ও সমাজসেবী। তিনি ১৯৫০ সালে আসামের কাছাড় জেলার শিলচরে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবন সম্পন্ন করার পর তিনি আইনজীবী হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি জেলা বার এসোসিয়েশন, শিলচরের একজন জ্যেষ্ঠ আইনজীবী।
মুজাম্মিল আলী লস্কর বাংলা ও ইংরেজি ভাষায় ১৬টিরও অধিক পুস্তক রচনা করেছেন। তাঁর রচিত পুস্তকসমূহের মধ্যে সাতপুরুষ, বিলকিসের মার সুখদুঃখ, বিক্ষিপ্ত চিন্তা, নবীজির দেশে, Myth and Reality of the Foreigner problems in Assam ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও তিনি বিভিন্ন বিষয় নিয়ে পত্র-পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন। তিনি শিলচরের সাপ্তাহিক বাংলা পত্রিকা পরখ-এর স্বত্বাধিকারী। সাহিত্যকর্মে মুজাম্মিল আলী লস্করের অবদানের স্বীকৃতিস্বরূপ আসাম রাজ্য সরকার কর্তৃক তাঁকে অবসরকালীন ভাতা প্রদান করা হয়। এছাড়াও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসাম রাজ্য কমিটি কর্তৃক তাঁকে সম্মাননা প্রদান করা হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে বিশিষ্ট আইনজীবী মুজাম্মিল আলী লস্কর ২০ জন আইনজীবী-সহকর্মীকে নিয়ে একটি স্বেচ্ছাসেবী দল গঠন করেন। তাঁরা নিয়মিতভাবে বিভিন্ন শরণার্থী শিবির- ও মুক্তিবাহিনীর শিবিরে গমন করে তাদের মধ্যে শিলচর থেকে সংগ্রহকৃত ত্রাণসামগ্রী বিতরণ করতেন। পাকিস্তানি অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন প্রদানের জন্য তিনি বিভিন্ন সভা-সমাবেশ ও সেমিনারের মাধ্যমে সেখানকার জনগণের প্রতি আহ্বান জানান। মুক্তিযুদ্ধে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক ১লা অক্টোবর ২০১৩ মুজাম্মিল আলী লস্কর-কে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৮ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!