মুড়লি বধ্যভূমি (যশোর সদর)
মুড়লি বধ্যভূমি (যশোর সদর) যশোর সদর উপজেলায় অবস্থিত। মুক্তিযুদ্ধের সময় এখানে বহু মানুষকে হত্যা করা হয়।
যশোর শহরের উপকণ্ঠে মুড়লির অবস্থান। মুক্তিযুদ্ধকালে এখানে অসংখ্য নিরীহ বাঙালি ও মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়। ৬ই এপ্রিল একদিনেই ৩৫-৪০ জনকে হত্যা করে পুঁতে রাখা হয়। বিহারি জল্লাদ শহিদ এখানে নিয়মিত মানুষ হত্যা করত। সে ছিল পাকিস্তানি হানাদার বাহিনী ও শান্তি কমিটির বিশ্বস্ত লোক। [মহসিন হোসাইন]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৮ম খণ্ড