মুকুন্দসার যুদ্ধ (হাজীগঞ্জ, চাঁদপুর)
মুকুন্দসার যুদ্ধ (হাজীগঞ্জ, চাঁদপুর) সংঘটিত হয় ১০ই ডিসেম্বর। পাকহানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের এ যুদ্ধটি হয় নওহাটা ও ইছাপুরের মাঝামাঝি অবস্থিত মুকুন্দসার গ্রামে। এ যুদ্ধে মুক্তিযোদ্ধাদের পক্ষে নেতৃত্ব দেন এফএফ বাহিনীর কমান্ডার মজিবুর রহমান মজুমদার (পিতা নুরুজ্জামান মজুমদার, পিরোজপুর)। সুবিদপুর, রাধাসার, লোধপাড়া ও কীর্তনখোলাসহ বিভিন্ন গ্রামের মুক্তিযোদ্ধারা এতে অংশগ্রহণ করেন। যুদ্ধে ২ জন পাকসেনা নিহত হয়। অপরপক্ষে ৪ জন মুক্তিযোদ্ধা শহীদ হন।
ঘটনার দিন পাকবাহিনীর একটি দল ফুলছোঁয়া হয়ে মুকুন্দসারের দিকে অগ্রসর হচ্ছিল। এ সময় ফুলছোঁয়া আলতাফ মাস্টারের বাড়িতে অবস্থানরত মুক্তিযোদ্ধাদের একটি দল মুজিবুর রহমানের নেতৃত্বে তাদের পিছু নেয়। মুকুন্দসারে পৌঁছানোর পর উভয় পক্ষের মধ্যে মুখোমুখী যুদ্ধ হয়। এ যুদ্ধে ২ জন পাকসেনা নিহত হয়। ৪ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। শহীদ মুক্তিযোদ্ধারা হলেন- আবু তাহের (সুবিদপুর), জয়নাল আবেদীন (পিতা আবদুল হামিদ, রাধাসার), জয়নাল আবেদীন (পিতা সেকান্দার আলী, লোধপাড়া) ও আবদুর রশীদ (পিতা মনোহর আলী, কীর্তনখোলা)। [জহিরুল ইসলাম]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৮ম খণ্ড