মিলিটারি পুল যুদ্ধ (পটিয়া, চট্টগ্রাম)
মিলিটারি পুল যুদ্ধ (পটিয়া, চট্টগ্রাম) সংঘটিত হয় ২৩শে সেপ্টেম্বর ক্যাপ্টেন করিমের নেতৃত্বে। এতে ৪ জন রাজাকার ও আসিফ নামে একজন পাকিস্তানি ক্যাপ্টেন নিহত হয়।
ঘটনার দিন ক্যাপ্টেন করিম ও তাঁর বাহিনীর সদস্যরা পটিয়া উপজেলার মনসার টেক আসেন এবং সেখান থেকে লিভার ব্রাদার্সের এক কন্ট্রাক্টরের গাড়িতে করে মিলিটারি পুলের দক্ষিণ পাশে নামেন। তখন প্রায় সন্ধ্যা। মিলিটারি পুলের পশ্চিম দিকে ছিল রাজাকার ক্যাম্প। মুক্তিযোদ্ধারা পুলের দক্ষিণ পাশে নামতেই ক্যাম্প থেকে তাঁদের দিকে লক্ষ করে শুরু হয় গুলিবর্ষণ। তখন মুক্তিযোদ্ধারাও পজিশন নিয়ে গুলি ছুড়তে শুরু করেন। এভাবে অনেকক্ষণ তুমুল যুদ্ধ চলার পর রাজাকাররা পলায়ন করতে বাধ্য হয়। এ-যুদ্ধে ৪ জন রাজাকার এবং আসিফ নামে একজন পাকিস্তানি ক্যাপ্টেন নিহত হয়। যুদ্ধ চলাকালে মুক্তিযোদ্ধাদের একটি অংশ মিলিটারি পুলের দক্ষিণ পাশে ২টি সার্ভিস বাস তল্লাশি করে ক্যাপ্টেন আসিফকে খুঁজে পায় এবং ক্যাপ্টেন করিম নিজেই তাকে গুলি করে হত্যা করেন। [শামসুল আরেফীন]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৮ম খণ্ড