You dont have javascript enabled! Please enable it! মিঠানালা রাজাকার ক্যাম্প যুদ্ধ (মিরসরাই, চট্টগ্রাম) - সংগ্রামের নোটবুক

মিঠানালা রাজাকার ক্যাম্প যুদ্ধ (মিরসরাই, চট্টগ্রাম)

মিঠানালা রাজাকার ক্যাম্প যুদ্ধ (মিরসরাই, চট্টগ্রাম) অক্টোবর মাসের মাঝামাঝি সংঘটিত হয়। এ-যুদ্ধে রাজাকার কমান্ডার মুজিবুল হকসহ কয়েকজন হতাহত হয়। অপরদিকে ১ জন মুক্তিযোদ্ধা শহীদ ও কয়েকজন আহত হন।
মিরসরাই উপজেলার ১০নং মিঠানালা ইউনিয়ন পরষিদ অফিস রাজাকার ক্যাম্প ছিল হানাদারদের একটি নির্যাতনকেন্দ্র। এ কেন্দ্রে তারা নিয়মিত মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী সাধারণ মানুষকে নির্যাতন-নিপীড়ন আর বিভিন্ন বয়সী নারীদের ধরে এনে ধর্ষণ করত। রাজাকাররা এ কেন্দ্রে বসে মুক্তিযোদ্ধাদের খবরাখবর সংগ্রহ করে পাকিস্তানি হানাদার বাহিনীকে পৌঁছে দিত। অক্টোবর মাসের মাঝামাঝি কমান্ডার অহিদুল হক, এ এফ এম নিজাম চৌধুরী, আওয়াল এবং লোকমান হোসেন গ্রুপের মুক্তিযোদ্ধারা যৌথভাবে এ রাজাকার ক্যাম্প আক্রমণ করেন। উভয় পক্ষের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হয়। এ-যুদ্ধে রাজাকার কমান্ডার মুজিবুল হকসহ বেশ কয়েকজন রাজাকার নিহত ও আহত হয়। এ-সময় নিজাম গ্রুপ অন্য এক অপারেশন চালিয়ে রাজাকার জাহাঙ্গীরকে হত্যা করে। অপরদিকে মুক্তিযোদ্ধা কমান্ডার লোকমান হোসেন শহীদ হন এবং জয়নাল আবেদীন, মোজাম্মেল, হারুন প্রমুখ আহত হন। [জগন্নাথ বড়ুয়া]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৮ম খণ্ড