মিরসরাই সদর বধ্যভূমি (মিরসরাই, চট্টগ্রাম)
মিরসরাই সদর বধ্যভূমি (মিরসরাই, চট্টগ্রাম) মিরসরাই স্টেশন রোডে লোহাপুল সংলগ্ন উত্তর তালবাড়িয়ায় অবস্থিত। মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকারআলবদররা এ বধ্যভূমিতে বহুসংখ্যক মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষকে হত্যা করে। পাকিস্তানি হানাদার বাহিনী এবং মিরসরাই থানা কুখ্যাত রাজাকার কমান্ডার মৌলভী আজহার সোবহান (আজরাইল সোবহান) ও অন্যান্য রাজাকাররা এখানে মুক্তিযোদ্ধাসহ শতশত সাধারণ মানুষকে জবাই করে ও গুলি করে হত্যা করে। হত্যার পর তাদের এখানে গণকবরে মাটিচাপা দেয়া হয়। পরবর্তীতে এখানে চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে মুক্তিযুদ্ধকালীন গণহত্যায় শহীদদের স্মরণে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। [জগন্নাথ বড়ুয়া]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৮ম খণ্ড