You dont have javascript enabled! Please enable it! মালুহাজি মুড়া যুদ্ধ (বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া) - সংগ্রামের নোটবুক

মালুহাজি মুড়া যুদ্ধ (বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া)

মালুহাজি মুড়া যুদ্ধ (বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া) সংঘটিত হয় অক্টোবর মাসে। এ-যুদ্ধে পাকবাহিনী তাদের ঘাঁটি ছেড়ে দিতে বাধ্য হয়।
বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া চা-বাগানের পাশে মালুহাজি মুড়া অবস্থিত। পাকিস্তানি হানাদার বাহিনী সেখানে মজবুত ঘাঁটি নির্মাণ করে। এর ফলে মুক্তিযোদ্ধারা এদিক দিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারতেন না। তাই পাকিস্তানি বাহিনীকে সেখান থেকে হটানোর জন্য মুক্তিযোদ্ধারা গেরিলা আক্রমণের পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী তাঁরা জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত বহুবার মালুহাজি মুড়ার ঘাঁটিতে গেরিলা হামলা চালিয়েও পাকবাহিনীকে সেখান থেকে হটাতে সক্ষম হননি। অবশেষে অক্টোবর মাসের শেষদিকে মুক্তিযোদ্ধারা প্রচণ্ড আক্রমণ চালালে উভয় পক্ষের মধ্যে বড় ধরনের একটি যুদ্ধ হয়। এ- যুদ্ধে পাকিস্তানি বাহিনী পশ্চাদপসরণ করে এবং মালুহাজি মুড়া ঘাঁটি মুক্তিযোদ্ধাদের দখলে আসে। মুক্তিযোদ্ধারা সেখানে স্থায়ী ক্যাম্প গড়ে তোলেন এবং পরবর্তীতে সেখান থেকে বিজয়নগর ও আখাউড়া উপজেলার বিভিন্ন এলাকা মুক্ত করেন। [মানিক রতন শর্মা]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৮ম খণ্ড