বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর ১৪ পাঞ্জাব রেজিমেন্টের সৈনিক মালকিয়াত সিং
মালকিয়াত সিং, মহাবীরচক্র (১৯২৯-১৯৭১) ভারতীয় সেনাবাহিনীর ১৪ পাঞ্জাব রেজিমেন্টের একজন সৈনিক। তিনি ১৯২৯ সালের ৩১শে মে অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশের সানগ্রুর জেলার লোহাট বাড্ডি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪৭ সালের ৫ই মে ভারতীয় সেনাবাহিনীর ১৪ পাঞ্জাব রেজিমেন্টে যোগদান করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে ১৪ পাঞ্জাব রেজিমেন্টের প্লাটুন অধিনায়ক সুবেদার মালকিয়াত সিং তাঁর দল নিয়ে যশোর জেলার গরিবপুরের কাছে প্রতিরক্ষা অবস্থানে নিয়োজিত ছিলেন। এ-যুদ্ধ ২০-২২শে নভেম্বর পর্যন্ত চলছিল পাকিস্তানি পদাতিক ও সাঁজোয়া বাহিনীর ট্যাংক দ্বারা তাঁর অবস্থান আক্রান্ত হয়। শত্রুর সাঁজোয়া বাহিনীর প্রচণ্ড আক্রমণের মুখে তাঁর দল নিয়ে তিনি প্রতিরোধ গড়ে তোলেন এবং পাকিস্তানিদের বিপুল ক্ষয়ক্ষতি সাধন করেন। তিনি এক পরিখা থেকে আরেক পরিখায় ছুটে গিয়ে শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য তাঁর সহযোদ্ধাদের অনুপ্রেরণা জোগান। যুদ্ধের এক পর্যায়ে শত্রুর ট্যাংক শেলের আঘাতে মালকিয়াত সিং গুলিবিদ্ধ হন এবং তিনি শাহাদত বরণ করেন। এই আক্রমণে সুবেদার মালকিয়াত সিং অভূতপূর্ব সাহস ও নেতৃত্ব প্রদর্শন করেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে সুবেদার মালকিয়াত সিংয়ের বীরত্ব ও সর্বোচ্চ আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ভারত সরকার কর্তৃক তাঁকে ‘মহাবীর চক্র’ (মরণোত্তর) খেতাব প্রদান করা হয়। মুক্তিযুদ্ধে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক ১লা অক্টোবর ২০১৩ শহীদ সুবেদার মালকিয়াত সিং- কে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা (মরণোত্তর) প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৮ম খণ্ড