You dont have javascript enabled! Please enable it! 1971.04.06 | মালনীছড়া চা-বাগান গণহত্যা (সিলেট সদর) - সংগ্রামের নোটবুক

মালনীছড়া চা-বাগান গণহত্যা (সিলেট সদর)

মালনীছড়া চা-বাগান গণহত্যা (সিলেট সদর) সংঘটিত হয় ৬ই এপ্রিল। এদিন পাকিস্তানি হানাদার বাহিনী হামলা চালিয়ে চা-বাগানের ম্যানেজার (ভারপ্রাপ্ত) শওকাত নেওয়াজ, তাঁর অনুজ শাহ নেওয়াজ, তাঁর দুই বন্ধু মেজবাহ উদ্দিন ও ওবায়দুল কাদের এবং বাগানের ৬ জন কর্মচারীকে হত্যা করে। এছাড়া রঙ্গলাল বাড়াইক, মোহন লাল বাড়াইক, আচ্চা বাবু (দোকানদার) ও তালই দাস পাকবাহিনীর গুলিতে প্রাণ হারায়। শহীদদের স্মৃতি রক্ষার্থে সিলেট আন্তর্জাতিক এম এ জি ওসমানি বিমানবন্দর সড়কের পাশে একটি টিলার ওপর মালনীছড়া চা-বাগানের বাংলোর রাস্তার মুখে স্বাধীনতা উত্তরকালে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। [মো. মুহিবুর রহমান]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৮ম খণ্ড