You dont have javascript enabled! Please enable it! 1971.09.11 | মালিয়ারা অপারেশন (পটিয়া, চট্টগ্রাম) - সংগ্রামের নোটবুক

মালিয়ারা অপারেশন (পটিয়া, চট্টগ্রাম)

মালিয়ারা অপারেশন (পটিয়া, চট্টগ্রাম) পরিচালিত হয় ১১ই সেপ্টেম্বর ক্যাপ্টেন করিমের নেতৃত্বে। এতে ১৩ জন রাজাকার ও পাকবাহিনীর দালাল নিহত হয়।
পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের মালিয়ারা গ্রামে বিভিন্ন পাড়া ও মহল্লায় রাজাকাররা নিয়মিত জ্বালাও-পোড়াও, হত্যাকাণ্ড, লুট-তরাজ ও নারীনির্যাতন চালাত। তাদের এ ধরনের অমানবিক কর্মকাণ্ডে গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে। ফলে ক্যাপ্টেন করিম তাঁর বাহিনী নিয়ে মালিয়ারা গ্রামের রাজাকারদের ওপর অপারেশন পরিচালনার সিদ্ধান্ত নেন। ১১ই সেপ্টেম্বর তাঁর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা গ্রামটিতে গিয়ে সেখানকার রাজাকারদের ওপর আক্রমণ করেন। ফলে রাজাকারদের সঙ্গে তাঁদের ভয়াবহ যুদ্ধ শুরু হয়। উভয় পক্ষে প্রচুর গুলি বিনিময় হয়। প্রায় দুঘণ্টা স্থায়ী এ-যুদ্ধে করিম বাহিনীর মুক্তিযোদ্ধারা ১৩ জন রাজাকার ও পাকিস্তানি বাহিনীর দালালকে হত্যা করতে সক্ষম হন। [শামসুল আরেফীন]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৮ম খণ্ড