মানিকখালি-মণ্ডলভোগ গণকবর (কটিয়াদী, কিশোরগঞ্জ)
মানিকখালি-মণ্ডলভোগ গণকবর (কটিয়াদী, কিশোরগঞ্জ) কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার চাঁদপুর ইউনিয়নের অন্তর্গত মানিকখালি রেলস্টেশনের নিকট অবস্থিত। স্টেশনের দক্ষিণে রয়েছে একটি সিগন্যাল পয়েন্ট এবং তার দক্ষিণে মণ্ডলভোগ রেলসেতু। মুক্তিযুদ্ধকালে পাকবাহিনী ও রাজাকাররা বিভিন্ন সময়ে এ এলাকার অনেক লোককে হত্যা করে তাদের লাশ মানিকখালি রেলস্টেশন, মণ্ডলভোগ রেলসেতু এবং সিগন্যাল পয়েন্টের আশেপাশে ফেলে যায়। জুলাই মাসের প্রথমদিকে পাকবাহিনী মণ্ডলভোগ রেলসেতুর দক্ষিণ পাশে ২০-২৫ জনের লাশ ফেলে যায়। এর কিছুদিন পর মানিকখালি রেলস্টেশনের দুশ গজ উত্তরে ৫ জনের লাশ এবং আগস্ট মাসে রেলস্টেশনের দক্ষিণে সিগন্যাল পয়েন্টের কাছে আরো ৭-৮ জনের লাশ ফেলে রেখে যায়। পরে এলাকার মানুষ লাশগুলোকে একটি গর্তে মাটিচাপা দেয়। স্বাধীনতার পর স্থানীয় মুক্তিযোদ্ধা আবদুল হান্নান খান এখানে একটি গণকবর শনাক্ত করেন। গত শতকের নব্বইয়ের দশকে নিহতদের স্মরণে এখানে একটি স্মৃতিফলক স্থাপন করা হয়, যার অস্তিত্ব এখন নেই। [মো. রফিকুল হক আখন্দ]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৮ম খণ্ড