মান্দারী বাজার ব্রিজ বধ্যভূমি (লক্ষ্মীপুর সদর)
মান্দারী বাজার ব্রিজ বধ্যভূমি (লক্ষ্মীপুর সদর) লক্ষ্মীপুর জেলার সদর উপজেলাধীন মান্দারী ইউনিয়নে অবস্থিত। বাজারের দক্ষিণ পাশ দিয়ে লক্ষ্মীপুর-নোয়াখালী সড়ক। এ সড়কের ওপর বাজারের দক্ষিণ-পূর্বে মান্দারী ব্রিজ। ১৯৭১ সালে এটি কাঠের ব্রিজ ছিল। এ ব্রিজের নিচ দিয়ে প্রবাহিত খাল কুমিল্লার ডাকাতিয়া নদীর সঙ্গে মিলিত হয়েছে। তখন এ খাল দিয়ে চাঁদপুর থেকে মালামাল আনা- নেয়া করা হতো।
পাকিস্তানি হানাদার বাহিনী মে মাসের শেষদিকে মান্দারী বাজারের কেন্দ্রস্থল বড় মসজিদের পাশে রাজাকারদের জন্য একটি শক্তিশালী ক্যাম্প স্থাপন করে। লক্ষ্মীপুরের সবচেয়ে বড় রাজাকার ক্যাম্প ছিল এটি। এ ক্যাম্পের প্রধান ছিল কুখ্যাত দালাল ও বটতলী ইউনিয়নের চেয়ারম্যান আবদুল জলিল ওরফে ননী চেয়ারম্যান। তার সঙ্গে সব সময় ১০-১২ জন অস্ত্রধারী রাজাকার ও মিলিশিয়া থাকত।
রাজাকাররা রাজনৈতিক কর্মী, মুক্তিযুদ্ধের সমর্থক ও মুক্তিযোদ্ধাদের ধরে এনে এ ক্যাম্পে নির্মম নির্যাতন শেষে গুলি করে হত্যা করে মান্দারী ব্রিজের নিচ দিয়ে প্রবাহিত খরস্রোতা খালে ফেলে দিত। মে থেকে নভেম্বরের মধ্যে অনেক নিরীহ মানুষকে হত্যা করে এ ব্রিজের নিচে ফেলে দেয়া হয়। লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থান থেকে ধরে আনা মানুষকে এখানে হত্যা করা হয়। স্বাধীনতার পর শুকনো মৌসুমে এখানে বহু মানুষের হাড়গোড় পাওয়া গেছে। [মো. ফখরুল ইসলাম]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৮ম খণ্ড