You dont have javascript enabled! Please enable it!

মাদাম ব্রিজ বধ্যভূমি ও গণকবর (লক্ষ্মীপুর সদর)

মাদাম ব্রিজ বধ্যভূমি ও গণকবর (লক্ষ্মীপুর সদর) লক্ষ্মীপুর জেলার সদর উপজেলাধীন লক্ষ্মীপুর পৌরসভায় অবস্থিত। মাদাম ব্রিজ জেলা সদরের পূর্বদিকে নোয়াখালীর বেগমগঞ্জ-চৌমুহনী মহাসড়কের ওপর নির্মিত। ব্রিজের নিচ দিয়ে যে খাল (রহমতখালী) প্রবাহিত, তা কুমিল্লার ডাকাতিয়া নদীর সঙ্গে যুক্ত। ১৯৭১ সালে খালটি খুব খরস্রোতা ছিল।
পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকার দের কেন্দ্রীয় নির্যাতনকেন্দ্র ছিল লক্ষ্মীপুরের বাগবাড়িতে। বাগবাড়ি থেকে মাদাম ব্রিজ মাত্র ১ কিলোমিটার দূরত্বে অবস্থিত। হানাদার বাহিনী বাগবাড়িতে মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনকে ধরে নির্যাতন শেষে মাটিচাপা দিত, অনেককে হত্যা করে ব্রিজের নিচে খরস্রোত খালে ফেলে দিত। তারা আবার অনেক লাশ ব্রিজের পাশে মাটিচাপা দিত। খালের পানিতে তখন প্রায়ই গণহত্যায় শহীদদের ক্ষত- বিক্ষত লাশ ও জামাকাপড় ভেসে যেত।
মাদাম ব্রিজ বধ্যভূমি ও গণকবরে অসংখ্য মানুষকে হত্যা করে মাটিচাপা দেয়া হয়। ২০১১ সালের ১৬ই ডিসেম্বর বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহেরের উদ্যোগে মাদাম ব্রিজ বধ্যভূমি ও গণকবর চিহ্নিত করে এটি যথাযথভাবে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়। মাদাম ব্রিজের পশ্চিম পাশে প্রধান সড়কের দক্ষিণে বধ্যভূমি ও গণকবর সংরক্ষণ এবং নামফলক লাগানো হয়েছে। [মো. ফখরুল ইসলাম]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৭ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!