You dont have javascript enabled! Please enable it!

মাধপুর গণহত্যা (সাঁথিয়া, পাবনা)

মাধপুর গণহত্যা (সাঁথিয়া, পাবনা) সংঘটিত হয় ১০ই জুন। এতে সাঁথিয়ার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মাওলানা কসিম উদ্দিন আহমেদ ও কয়েকজন মুক্তিযোদ্ধা শহীদ হন। সাঁথিয়া-মাধপুর সংযোগ সড়কের মাধপুর বাজারের পূর্বপাশে পাবনা জেলা স্কুল অবস্থিত। মাওলানা কসিম উদ্দিন আহমেদ ছিলেন এ স্কুলের একজন জনপ্রিয় শিক্ষক এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। ১০ই জুন পাকিস্তানি সৈন্যরা মাওলানা কসিম উদ্দিন আহমেদ ও অজ্ঞাতপরিচয় কয়েকজন মুক্তিযোদ্ধাকে পাবনা থেকে ধরে এনে মাধপুরের ইছামতি নদীর ধারে বাঁশঝাড়ের মধ্যে হত্যা করে মাটিচাপা দেয়। ১৯৭২ সালের ১০ই জুন মাওলানা কসিম উদ্দিন আহমেদের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে অধ্যক্ষ আব্দুল গণির উদ্যোগে এখানে একটি স্মৃতিসৌধ নির্মিত হয়। পরবর্তীকালে পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু শহীদদের কবরস্থান ও স্মৃতিসৌধটি শ্বেতপাথরে বাঁধাই করে সংরক্ষণের ব্যবস্থা করেন। [মো. আবদুল মজিদ]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৭ম খণ্ড