You dont have javascript enabled! Please enable it! মাটিপাড়া ব্রিজ অপারেশন (বালিয়াকান্দি, রাজবাড়ী) - সংগ্রামের নোটবুক

মাটিপাড়া ব্রিজ অপারেশন (বালিয়াকান্দি, রাজবাড়ী)

মাটিপাড়া ব্রিজ অপারেশন (বালিয়াকান্দি, রাজবাড়ী) পরিচালিত হয় জুলাই মাসের প্রথম সপ্তাহে। রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার দক্ষিণ-পশ্চিম অঞ্চলের একমাত্র সড়ক যোগাযোগের মাধ্যম বানিবহ-রাজবাড়ী সড়ক। সড়কটির মাটিপাড়া নামক স্থানে সড়কের পশ্চিম পাশে একটি বটগাছ। এ বটগাছের অদূরে মাটিপাড়া ব্রিজ। ব্রিজের পূর্বপাশে বাওরের ধারে ছিল একটি শ্মশানঘাট, যেখানে হিন্দু সম্প্রদায়ের লোকেরা মৃতদেহ দাহ করত। এলাকাটি নির্জন, ভুতুরে পরিবেশ। এখানেই সন্তোষ নামে এক রাজাকার দলবল নিয়ে পাহারায় থাকত। তারা সাধারণ পথচারীদের হয়রানি করত এবং তাদের টাকা-পয়সা ছিনিয়ে নিত। ঘটনাটি মুক্তিযোদ্ধা আকবর আলী মোল্লা (পিতা আসমত আলী মোল্লা, খালকুলা) জানতে পেরে এর প্রতিকারের কথা ভাবেন। তিনি তাঁদের দলের সদস্য আবু জাফরকে ঐ স্থানটি রেকি করতে পাঠান। আবু জাফর রেকি করে এসে আকবর আলী মোল্লাকে রিপোর্ট করলে তিনি বিষয়টি আকবর বাহিনীর প্রধান আকবর হোসেনকে জানান। এরপর ব্রিজ অপারেশনের সিদ্ধান্ত হয়।
কমান্ডার আকবর হোসেনের নির্দেশ ও পরিকল্পনা অনুযায়ী মুক্তিযোদ্ধারা ঘটনার দিন রাতে ব্রিজে পাহারারত রাজাকারদের অতর্কিতে আক্রমণ করেন। রাজাকাররা এতে হতভম্ব হয়ে দিকবিদিক ছুটে পালায়। তাদের ৭টি রাইফেল, সাব-মেশিনগানের কতগুলো গুলি ও ম্যাগাজিন এবং তিনটি বেয়নেট মুক্তিযোদ্ধাদের হস্তগত হয়। এ অপারেশনে মকলেসুর রহমান দুলাল, আব্দুল গফুর, আব্দুর রব, ফজলুল হক, গোলাম রহমান মিয়া (পিতা আব্দুল মান্নান, বাওনারা), আবু জাফর (শিক্ষক), খোয়াজ শেখ, মোসলেম উদ্দিন, হাকিম আলী প্রমুখ অংশ নেন। অপারেশনে মুক্তিযোদ্ধা মকলেসুর রহমান দুলাল আহত হন। [এম ইকরামুল হক]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৭ম খণ্ড