মাড়িয়া গণহত্যা (চারঘাট, রাজশাহী)
মাড়িয়া গণহত্যা (চারঘাট, রাজশাহী) সংঘটিত হয় ১৩ই এপ্রিল। এতে ১৪ জন গ্রামবাসী নির্মম হত্যার শিকার হন। হানাদাররা মানুষের ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে। মাড়িয়া গ্রামটি রাজশাহী জেলার চারঘাট উপজেলায় অবস্থিত। ১৩ই এপ্রিল ভোরে বিড়ালদহ থেকে পাকবাহিনীর একটি বিশাল গ্রুপ গাড়িবহর নিয়ে রাজশাহী-ঢাকা মহাসড়ক দিয়ে রাজশাহীর দিকে অগ্রসর হয়। অবশিষ্ট সৈন্যরা কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে রাজশাহী-ঢাকা মহাসড়কের দুপাশের গ্রামের মধ্য দিয়ে পায়ে হেঁটে রাজশাহীর দিকে অগ্রসর হতে থাকে। তাদের একটি গ্রুপ চারঘাট উপজেলার বিহারিপাড়া সংলগ্ন মাড়িয়া গ্রামে প্রবেশ করে গণহত্যা চালিয়ে ১৪ জন গ্রামবাসীকে হত্যা করে এবং গ্রামটিতে অগ্নিসংযোগ করে। মাড়িয়া গণহত্যায় শহীদদের মধ্যে ১২ জনের নাম জানা গেছে। তারা হলেন- আবুল কাশেম (পিতা মুলাই মুন্না), আকবর শাহ (পিতা আজগর শাহ), তফেজ উদ্দিন (পিতা ঘেতু), মাহমুদা বেগম (স্বামী আনোয়ার হোসেন), মনসুর জোয়ার্দার (পিতা গফুর জোয়ার্দার), মহির সাহা (পিতা লালন সাহা), সমির সাহা (পিতা ঝড়ু সাহা), কেতাব সাহা (পিতা লালন সাহা), আছিয়া বেগম (স্বামী জনাব আলী), আহম্মেদ মণ্ডল (পিতা চা তারণ হেজাতি), ময়েজ উদ্দিন (পিতা হাজি মফিজ উদ্দিন) ও আবদুস সোবাহান (পিতা পোশন মোল্লা, বামনদিঘী)। [শফিউদ্দিন তালুকদার]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৭ম খণ্ড