ময়নারটেক অপারেশন (রাউজান, চট্টগ্রাম)
ময়নারটেক অপারেশন (রাউজান, চট্টগ্রাম) পরিচালিত হয় ১৯শে নভেম্বর চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার রাউজান-রাঙ্গামাটি সড়কে। এ সড়ক দিয়ে পাকসেনারা নিয়মিত যাতায়াত করত। তাই তাদের যাতায়াত বন্ধ করার উদ্দেশ্যে রাউজানের মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন খোকনের নেতৃত্বে ১৫-১৬ জনের একটি গেরিলা দল রাস্তার পাশে ওঁৎ পেতে থাকে। অপারেশনের দিন পাকসেনা ভর্তি একটি ট্রাক সেখানে এলে মুক্তিযোদ্ধাদের গুলিতে ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। ফলে চীন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত কয়েকজন পাকসেনা ঘটনাস্থলে নিহত হয় এবং পরে হাসপাতালে আরো কয়েকজন মারা যায়। মোট মৃতের সংখ্যা ১৮। ঘটনার পরে রাউজান থেকে পাকসেনারা এসে ট্রাক ফেলে রেখে আহত ও নিহতদের নিয়ে দ্রুত রাউজান পালিয়ে যায়। [আহমেদ আমিন চৌধুরী]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৭ম খণ্ড