You dont have javascript enabled! Please enable it! 1971.10.24 | মধুপুর সিও অফিস ক্যাম্প গণহত্যা (মধুপুর, টাঙ্গাইল) - সংগ্রামের নোটবুক

মধুপুর সিও অফিস ক্যাম্প গণহত্যা (মধুপুর, টাঙ্গাইল)

মধুপুর সিও অফিস ক্যাম্প গণহত্যা (মধুপুর, টাঙ্গাইল) সংঘটিত হয় ২৪শে অক্টোবর। এতে ৯ জন সাধারণ মানুষ প্রাণ হারান।
ঘটনার দিন কুখ্যাত রাজাকার কমান্ডার মোয়াজ্জেম হোসেন মৌলভী (পিতা ছিলিম উদ্দিন মুন্সী, কালামাঝি) কালামাঝি গ্রামের হরেন্দ্র চন্দ্র চারাল (পিতা জলধর চন্দ্র চারাল), যোগেন্দ্র চন্দ্র চারাল (পিতা জলধর চন্দ্র চারাল), উপেন্দ্র চন্দ্র চারাল (পিতা জলধর চন্দ্র চারাল), মহেন্দ্র চন্দ্র চারাল (পিতা হরেন্দ্র চন্দ্র চারাল), দ্বিজেন্দ্র চন্দ্র চারাল (পিতা হরেন্দ্র চন্দ্র চারাল), বেলায়েত হোসেন মণ্ডল (পিতা তোমেজ উদ্দিন মণ্ডল), ওমর আলী (পিতা সাদেক আলী মুন্সী), বছির উদ্দিন এবং আশুরা গ্রামের সতীশ চন্দ্র (দলিল লেখক, পিতা অজ্ঞাত)-কে বাড়ি থেকে মধুপুর সিও অফিসে স্থাপিত হানাদার ক্যাম্পে ডেকে নিয়ে যায় এবং তাদের ওপর অমানুষিক নির্যাতন করে। অতঃপর ক্যাম্পের হানাদার সুবেদার মোস্তাক ও মোয়াজ্জেম হোসেন মৌলভী তাদের গুলি করে হত্যা করে পণ্ডুরার মোড়ে অবস্থিত জব্বারের কূপে ফেলে দেয়। [শফিউদ্দিন তালুকদার]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৭ম খণ্ড