মধ্যগহিরা শীলপাড়া গণহত্যা (রাউজান, চট্টগ্রাম)
মধ্যগহিরা শীলপাড়া গণহত্যা (রাউজান, চট্টগ্রাম) সংঘটিত হয় ১৩ই এপ্রিল সালাউদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে। এদিন সকাল সাতটায় তার নির্দেশনায় পাকবাহিনী চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার মধ্যগহিরার হিন্দু অধ্যুষিত এলাকা শীলপাড়া ঘেরাও করে। এরপর পাকসেনারা ১০-১২ জন নারী-পুরুষকে লাইন করে বসিয়ে গুলি করে। এতে জয়ন্ত কুমার শর্মা নামে একজন ছাড়া বাকি সবাই নিহত হন। নিহতদের মধ্যে ৫ জনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন— সুনীল শর্মা (পিতা জয়ন্ত কুমার শর্মা), সুশীল শর্মা (পিতা জয়ন্ত কুমার শর্মা), জ্যোতি লাল শর্মা (পিতা কামিনী কুমার শর্মা), পঞ্চকলা শর্মা (স্বামী জয়ন্ত কুমার শর্মা) ও ডা. মাখন লাল শর্মা (পিতা কামিনী কুমার শর্মা)। [আহমেদ আমিন চৌধুরী]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৭ম খণ্ড