বীর প্রতীক মনছুর আলী
মনছুর আলী, বীর প্রতীক (১৯২৫-২০০৪) সুবেদার ও মুক্তিযুদ্ধের একজন অকুতোভয় সৈনিক। ১৯২৫ সালে কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ ইউনিয়নের গুনর গ্রামে তিনি
জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম কেরামত আলী বেপারী এবং মাতার নাম সূর্যবান বিবি| মনছুর আলী ১৯৫৮ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন। ১৯৭১ সালে তিনি সৈয়দপুরে সুবেদার পদে কর্মরত ছিলেন। ৩১শে মার্চ বিদ্রোহ করে তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন। এরপর সৈয়দপুর, রংপুর, পলাশবাড়ি প্রভৃতি স্থানে প্রতিরোধ যুদ্ধে অংশ নেন। পরবর্তীতে ‘জেড’ ফোর্সে যোগ দেন। তাঁর ব্যাটালিয়ন অধিনায়ক ছিলেন মেজর শাফায়াত জামিল, বীর বিক্রম। রংপুরের পলাশবাড়ি, ঘোড়াঘাট, ফুলবাড়ি, চিলমারী, দিনাজপুর জেলার আংড়া ব্রিজ, কাটাখালি ব্রিজ, গাইবান্ধা, ভরতখালি, ময়মনসিংহের বাহাদুরাবাদঘাট, কামালপুর ও কাঞ্চিপাড়ায় পাকিস্তানি সৈন্য ও তাদের এদেশীয় দোসরদের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে মনছুর আলী অসীম সাহসিকতার পরিচয় দেন। তাঁর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা চিলমারীর কোদালকাঠি এলাকায় পাকবাহিনীর ঘাঁটি দখল করতে সক্ষম হন।
মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক তাঁকে ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত করা হয়। তিনি ৫ কন্যা ও ৫ পুত্র সন্তানের জনক। তাঁর স্ত্রীর নাম মনোয়ারা বেগম। ২০০৫ সালের ৪ঠা জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। [হারুন রশীদ]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৭ম খণ্ড