You dont have javascript enabled! Please enable it! 1971.09.27 | মজুমদার বাড়ি যুদ্ধ (চাঁদপুর সদর) - সংগ্রামের নোটবুক

মজুমদার বাড়ি যুদ্ধ (চাঁদপুর সদর)

মজুমদার বাড়ি যুদ্ধ (চাঁদপুর সদর) সংঘটিত হয় ২৭শে সেপ্টেম্বর। পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের এ-যুদ্ধে ৫ জন পাকিস্তানি সৈন্য নিহত ও ৭ জন আহত হয়।
অপরপক্ষে কয়েকজন মুক্তিযোদ্ধা এবং তাঁদের ৮ জন সহযোগী শাহাদাত বরণ করেন। এছাড়া ৭ জন মুক্তিযোদ্ধা আহত হন। চাঁদপুর সদর থানার ১২নং চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামে মজুমদার বাড়ির অবস্থান। ২৭শে সেপ্টেম্বর শুক্রবার রাত দেড়টার দিকে মজুমদার বাড়িতে পাকিস্তানি সেনা ও মুক্তিযোদ্ধাদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়ে শনিবার সকাল ৮টা পর্যন্ত চলে। সুবেদার নূর মোহাম্মদ গাজী, বীর বিক্রমএর নেতৃত্বে ৪২ জন মুক্তিযোদ্ধা এ-যুদ্ধে অংশ নেন। অপরদিকে পাকিস্তানি সৈন্য ও রাজাকাররা সংখ্যায় ছিল ৮০- ৯০ জন। ১১টি নৌকাযোগে তারা আসে। শত্রুবাহিনীর বিরুদ্ধে প্রাণপণ লড়াই করে নূর মোহাম্মদ গাজী শহীদ হন। তিনি ছাড়াও এ-যুদ্ধে আ. মান্নান খান, ইউসুফ খান, দুদু মিয়া মাতবর, সৈয়দ আহম্মদ পাটওয়ারী, আ. ছোবহান গাজী, আ. কুদ্দুস গাজীসহ আরো কয়েকজন বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের ৮ জন সহযোগী শাহাদাত বরণ করেন। এছাড়া ৭ জন মুক্তিযোদ্ধা আহত হন। অপরপক্ষে ৫ জন পাকিস্তানি সৈন্য নিহত ও ৭ জন আহত হয়। [মনিরুজ্জামান শাহীন ও মোহেববুল্লাহ খান]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৭ম খণ্ড