You dont have javascript enabled! Please enable it!

মজলিশপুর-মটুয়া গণহত্যা (ফেনী সদর)

মজলিশপুর-মটুয়া গণহত্যা (ফেনী সদর) সংঘটিত হয় ২৪শে এপ্রিল। এতে বহু নিরপরাধ মানুষ নিহত হয়। পাকিস্তানি হানাদার বাহিনী ২৪শে এপ্রিল ফেনী শহর দখল করে শহর সংলগ্ন ধর্মপুর ইউনিয়নের মজলিশপুর ও মটুয়া গ্রামে অতর্কিতে হামলা চালায়। তাদের এলোপাতাড়ি গুলিতে বহু নারী-পুরুষ নিহত হয়। হানাদাররা এলাকার বাড়িঘরে ঢুকে নারীদের গায়ের গহনা ছিনিয়ে নেয়, যুবতী নারীদের ধর্ষণ করে এবং বাড়িঘর জ্বালিয়ে দেয়। এছাড়া তারা মজলিশপুরের অধিবাসী আবুল খায়ের ও জোয়াড় কাছাড় গ্রামের অধিবাসী আব্দুল আলীকে মুক্তিযোদ্ধাদের কাছে পাকবাহিনী সম্পর্কে গোপন তথ্য সরবরাহ করার অভিযোগে স্থানীয় মসজিদের ভেতর নামাজরত অবস্থায় গুলি করে হত্যা করে। [মো. ফখরুল ইসলাম]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৭ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!