You dont have javascript enabled! Please enable it! বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের রাজনীতিবিদ ও ইসলামি চিন্তাবিদমওলানা সাইদ আসাদ মাদানী (র.) - সংগ্রামের নোটবুক

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের রাজনীতিবিদ ও ইসলামি চিন্তাবিদমওলানা সাইদ আসাদ মাদানী (র.)

মওলানা সাইদ আসাদ মাদানী (র.) (১৯২৮-২০০৬) ভারতের রাজনীতিবিদ ও ইসলামি চিন্তাবিদ, ১৯২৮ সালের ২৭শে এপ্রিল উত্তর প্রদেশের দেওবন্দে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪৭ সালে দেওবন্দ দারুল উলুম মাদ্রাসা থেকে ফজিলত (স্নাতক) ডিগ্রি অর্জন করেন। পরবর্তীকালে তিনি এ প্রতিষ্ঠানে দীর্ঘ ১২ বছর শিক্ষকতা করেন। তিনি জমিয়ত উলামায়ে দেওবন্দের প্রথম নির্বাচিত সহ-সভাপতি ও উত্তর প্রদেশের জমিয়ত উলামার সভাপতি ছিলেন। তিনি ১৯৬৩ সালে জমিয়ত উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক ও ১৯৭৩ সালে এর সভাপতি মনোনীত হন এবং জীবনের শেষ দিন পর্যন্ত দীর্ঘ ৩৩ বৎসর সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি দারুল উলুম দেওবন্দের কার্যকরী কমিটির (মজলিশে সুরা) একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। এছাড়াও তিনি ভারত ও বিশ্বের বিভিন্ন দেশের ধর্মীয়, রাজনৈতিক, শিক্ষা ও সামাজিক বিষয়ক উল্লেখযোগ্য বেশকিছু সংগঠনের সদস্য ছিলেন। যেমন কংগ্রেস ওয়ার্কিং কমিটি, রাজ্যসভা রেগুলেশন কমিটি, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি কোর্ট, সেন্ট্রাল ওয়াক্ফ কাউন্সিল, কায়রোর মজমা আল-বুহুত আল-ইসলামিয়াহ, তিউনিসিয়ার মুতামার ইসলামি, ইন্ডিয়া মুসলিম পার্সোন্যাল ল বোর্ড, ইত্যাদি। তিনি ১৯৬৮ সালে ভারতের রাজ্যসভার সদস্য নির্বাচিত হন এবং দীর্ঘ ১৮ বৎসর দায়িত্ব পালন করেন। তিনি ২০০৬ সালের ৬ই ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে রাজ্যসভার সদস্য ও জমিয়ত উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক মওলানা সাইদ আসাদ মাদানী ২৭শে এপ্রিল দিল্লিতে ও ১৮ই আগস্ট কলকাতায় অনুষ্ঠিত কনভেনশনে বাংলাদেশের গণহত্যা ও নির্যাতনের বিরুদ্ধে রেজুলেশন পাস করেন এবং ক্ষোভ প্রকাশপূর্বক ভারতের সর্বস্তরের মানুষকে এর প্রতিবাদ করতে আহ্বান জানান। ১৬ই জুলাই দিল্লিতে ও ১৭ই আগস্ট পানিপথে তাঁর সংগঠন মুক্তিযুদ্ধের সমর্থনে বিশাল গণজমায়েতের আয়োজন করে, যেখানে আজাদ হিন্দ ফৌজের একজন অধিনায়ক জেনারেল শাহনেওয়াজ খান সভাপতিত্ব করেন। ২৪শে নভেম্বর ভারতীয় রাজ্যসভায় তিনি মুক্তিযুদ্ধকে সমর্থন করার জন্য আবেদন জানান এবং সেদিনই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর মুক্তির দাবিতে সংগঠিত বিশাল মিছিলের নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টির জন্য বিভিন্ন মুসলিম দেশে তিনি প্রতিনিধি প্রেরণ করেন। মুক্তিযুদ্ধে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক ১লা অক্টোবর ২০১৩ মওলানা সাইদ আসাদ মাদানী (র.)-কে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা (মরণোত্তর) প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৭ম খণ্ড