বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সাংবাদিকভূপেন দত্ত ভৌমিক
ভূপেন দত্ত ভৌমিক (১৯৪১-১৯৯৭)ভারতের সাংবাদিক। তিনি ১৯৪১ সালের ৩১শে ডিসেম্বর পূর্ব বাংলার কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম গোবিন্দ দত্ত ভৌমিক এবং মাতার নাম শৈলবালা দত্ত ভৌমিক। তিনি আগরতলার মহারাজা বীর বিক্রম কলেজ থেকে অর্থনীতি ও ইতিহাসে স্নাতক এবং কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৬৪ সালে যুগান্তর ও অমৃতবাজার পত্রিকা-র সাংবাদিক হিসেবে তাঁর কর্মজীবন শুরু হয়। ১৯৬৯ সালে তিনি আগরতলা থেকে প্রকাশিত দৈনিক সংবাদ পত্রিকার পূর্ণাঙ্গ দায়িত্ব গ্রহণ করেন। জগন্নাথবাড়ি রোডে অবস্থিত দৈনিক সংবাদ পত্রিকার অফিসটি ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে আগরতলায় মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী, ছাত্রনেতা ও শরণার্থী থেকে শুরু করে অসংখ্য বাংলাদেশীর আশ্রয়স্থল। মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রহ করে তিনি তাঁর পত্রিকায় প্রকাশ করতেন এবং এর মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধের ৯ মাস তিনি অনেক দুঃস্থ শরণার্থীকে সাহায্য করেছেন। ১৯৯৭ সালের ৯ই সেপটেম্বর তিনি মৃত্যুবরণ করেন। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালের ২০শে অক্টোবর বাংলাদেশ সরকার তাঁকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা (মরণোত্তর) প্রদান করে। [কাজী সাজ্জাদ আলী জহির]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৭ম খণ্ড