You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের কমিউনিস্ট পার্টির নেতা ও রাজ্যসভার সাবেক সদস্য ভূপেশ গুপ্ত

ভূপেশ গুপ্ত (১৯১৮-১৯৮১) ভারতের রাজনীতিবিদ, ভারতের কমিউনিস্ট পার্টির নেতা ও রাজ্যসভার সাবেক সদস্য। তিনি ১৯১৮ সালের ২০শে অক্টোবর পূর্ব বাংলার ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। তিনি স্কটিশ চার্চ কলেজ এবং কলিকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। তিনি অল্প বয়সেই ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশ নেন এবং কারাবরণ করেন। কারাভোগকালীন সময়ে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি ইংল্যান্ড থেকে বার-এট-ল ডিগ্রি সম্পন্ন করেন। ভারতে ফেরার পর তিনি ১৯৪১ সাল থেকে সম্পূর্ণভাবে কমিউনিস্ট আন্দোলনে সম্পৃক্ত হন এবং ১৯৪৩ সালে বাংলার দুর্ভিক্ষের সময় তিনি সাংগঠনিক ও পুনর্বাসনমূলক কাজে নিজেকে নিয়োজিত করেন। ১৯৫১ সালে তাঁকে পুনরায় গ্রেফতার করা হয় এবং ১৯৫২ সালের এপ্রিল পর্যন্ত তিনি কারাভোগ করেন। তিনি ১৯৫২ সালের এপ্রিল থেকে মৃত্যুর আগ পর্যন্ত ৫ বার পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সদস্য ছিলেন। তিনি একজন অভিজ্ঞ ও দক্ষ পার্লামেন্টারিয়ান ছিলেন। ১৯৮১ সালের ৬ই আগস্ট Saved মস্কোতে তাঁর মৃত্যু হয়।
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে ভূপেশ দত্ত সিপিআই-এর নেতা ক হিসেবে বহুমাত্রিক অবদান রাখেন। রাজ্যসভার বিভিন্ন আলোচনা এবং বিতর্কের সময় তিনি মুক্তিযুদ্ধের পক্ষে দৃঢ় র অবস্থান গ্রহণ করেন। তিনি সমগ্র ভারতে ভ্রমণ করে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সংগঠিত করেন এবং দুর্গত জনগণকে সহায়তা করার জন্য গণমাধ্যমে প্রচার চালান। মহান মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালের ২০শে অক্টোবর বাংলাদেশ সরকার কর্তৃক ভূপেশ গুপ্ত-কে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা (মরণোত্তর) প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৭ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!