You dont have javascript enabled! Please enable it! বাংলাদেশের মুক্তিযুদ্ধে সুইডেনের সাংবাদিক স্ট্রমবার্গ - সংগ্রামের নোটবুক

বাংলাদেশের মুক্তিযুদ্ধে সুইডেনের সাংবাদিক স্ট্রমবার্গ

ভেন স্ট্রমবার্গ (জন্ম ১৯৪১) সুইডেনের সাংবাদিক ও টেলিভিশন সমন্বয়ক। তাঁর পুরো নাম ভেন গুনার স্ট্রমবার্গ তিনি ১৯৪১ সালের ১লা ডিসেম্বর জন্মগ্রহণ করেন। ৭০ দশকে তিনি সুইডিশ জনপ্রিয় টিভির খবর পরিক্রমা Aktuelt-এর সমন্বয়ক ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি বাংলাদেশের মুক্তাঞ্চল পরিদর্শন করেন, মুক্তিবাহিনীর সাফল্যের ওপর প্রতিবেদন লেখেন এবং ভারত থেকে সীমান্ত পেরিয়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে যশোর ও খুলনায় প্রবেশ করেন। তখন মুক্তিবাহিনী ও পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে প্রচণ্ড যুদ্ধ চলছিল। ১৬ই ডিসেম্বর ঢাকায় যৌথ বাহিনীর নিকট পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন। মুক্তিযুদ্ধভিত্তিক তাঁর সহানুভূতিপূর্ণ ও নিরপেক্ষ প্রতিবেদন স্ক্যান্ডিনেভিয়ান জনগণের মধ্যে ইতিবাচক জনমত তৈরি করে। তাঁর একটি প্রতিবেদন এরূপ- পাকিস্তান সামরিক বাহিনীর বর্বরতা ও নিষ্ঠুরতা ক্ষমার অযোগ্য এবং বিশ্বজনমত তাতে নিস্পৃহতা প্রকাশ করতে পারে না৷
পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানের পর তিনি বাংলাদেশের বুদ্ধিজীবী হত্যার তথ্য ও হৃদয়স্পর্শী ছবি তুলে বিশ্বের গণমাধ্যমে প্রচারের ব্যবস্থা করেন। তিনি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের প্রতিবেদন প্রেরণ করেন এবং ১০ই জানুয়ারি বঙ্গবন্ধুর সাক্ষাৎকার গ্রহণের সুযোগ পাওয়া কয়েকজন সাংবাদিকদের মধ্যে অন্যতম। তিনি এখনো বাংলাদেশ সম্পর্কিত বিষয় নিয়ে লেখালেখি অব্যাহত রেখেছেন।
মুক্তিযুদ্ধকালে আবেগতাড়িত হয়ে স্ট্রমবার্গ বাংলাদেশ আন্দোলনের সঙ্গে বিশেষভাবে সম্পৃক্ত হন। তিনি মুক্তিযুদ্ধের এক অনাথ শিশুকে দত্তক হিসেবে গ্রহণ করেন, যার নাম জয় – নিকোলাস মোজেজ জয়। মুক্তিযুদ্ধে তাঁর বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালের ২০শে অক্টোবর বাংলাদেশ সরকার কর্তৃক ভেন স্ট্রমবার্গ-কে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৭ম খণ্ড