ভুরুঙ্গামারী বাস স্ট্যান্ড গণকবর (ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম)
ভুরুঙ্গামারী বাস স্ট্যান্ড গণকবর (ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম) উপজেলা সদর থেকে সোনাহামুখী রাস্তার পূর্বদিকে অবস্থিত। জুন থেকে নভেম্বরের মধ্যে নিহত অনেককে এ গণকবরে মাটিচাপা দেয়া হয়। স্বাধীনতার পর এ গণকবরে ২৫-৩০ জন মানুষের দেহবাশেষ পাওয়া যায়। এসব দেহবাশেষের মধ্যে অনেকের মাথার খুলি ও হাড় ছিল। মুক্তিযুদ্ধের সময় অনেকে এখানে কাক, শকুন, কুকুর ও শেয়ালকে লাশ খেতে দেখেছে। বহু দিন ধরে হাড়গোড় পড়েছিল বলে মানুষ ভয়ে এখানে আসত না। পাকসেনারা নানা স্থান থেকে ধরে এনে মানুষদের হত্যা করে লাশ বাস স্ট্যান্ড গণকবরে ফেলে রাখত।
এ এলাকায় পাকবাহিনীকে হত্যা ও নির্যাতনে সহায়তা করত জামায়াত নেতা হাজী কমরউদ্দিন, মওলানা আব্দুল লতিফ (পাইকেরছড়া), সোনা খলিফা (কামাতআঙ্গারীয়া), খোকা দালালসহ অন্যরা। [এস এম হারুন অর রশীদ লাল]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৭ম খণ্ড