You dont have javascript enabled! Please enable it!

ভুরুঙ্গামারী আফতাব মোল্লার বাড়ি গণকবর (ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম)

ভুরুঙ্গামারী আফতাব মোল্লার বাড়ি গণকবর (ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম) উপজেলা সদর থেকে ৩ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। ভুরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কে নবাব আলী চৌধুরীর বাড়ির মূল রাস্তার পূর্বে চাতালের পাশে এর অবস্থান।
ভুরুঙ্গামারীতে নিজেদের দখল প্রতিষ্ঠার পর পাকসেনারা থানার বিভিন্ন এলাকা থেকে মুক্তিযুদ্ধের পক্ষের নারী- পুরুষদের ধরে এনে নির্যাতন শেষে হত্যা করে লাশ বিভিন্ন গণকবরে ফেলে রাখত। এ রকম অনেক লাশ তারা আফতাব মোল্লার বাড়ি গণকবরেও ফেলে রাখে। স্বাধীনতার পর এ গণকবরে অন্তত ৩০ জন মানুষের হাড়গোড় পাওয়া যায়। মুক্তিযুদ্ধের সময় এ গণকবরে ফেলে দেয়া অনেক লাশ পশু- পাখির খাদ্যে পরিণত হয়।
স্থানীয় জামায়াত নেতা ও দালালদের সহায়তা ও প্ররোচনায় এখানে হত্যাকাণ্ড সংঘটিত হতো। বিভিন্ন স্থান থেকে ধরে আনা মানুষজনকে এখানে হত্যা শেষে ফেলে রাখা হতো বলে নিহতদের পরিচয় জানা যায়নি। [এস এম হারুন অর রশীদ লাল]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৭ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!