ভাটিখাইন গণহত্যা (পটিয়া, চট্টগ্রাম)
ভাটিখাইন গণহত্যা (পটিয়া, চট্টগ্রাম) সংঘটিত হয় মে মাসে। এতে ১১ জন নিরীহ মানুষ শহীদ হন।
পাকিস্তানি বাহিনী স্থানীয় দোসরদের সহযোগিতায় পরপর দুদিন পটিয়া পিটিআই ক্যাম্প থেকে ভাটিখাইন গ্রামে এসে অনেক ঘরবাড়ি জ্বালিয়ে দেয়, অনেক নারীকে ধর্ষণ করে এবং ১১ জন নিরীহ লোককে হত্যা করে। ঘরবাড়িগুলো জ্বালানোর পূর্বে স্থানীয় দোসররা সেগুলো সম্পূর্ণরূপে লুট করে। [শামসুল আরেফীন]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৭ম খণ্ড