You dont have javascript enabled! Please enable it!

ভাটিরগাঁও ব্রিজ যুদ্ধ (ফরিদগঞ্জ, চাঁদপুর)

ভাটিরগাঁও ব্রিজ যুদ্ধ (ফরিদগঞ্জ, চাঁদপুর) সংঘটিত হয় ২২শে অক্টোবর। এতে ২-৩ জন রিকশাচালক নিহত হয়। ফরিদগঞ্জ থানা এফএফ কমান্ডার বেলায়েত হোসেন পাটোয়ারীর অধীনস্থ মুক্তিযোদ্ধারা সুবেদার জহিরুল হক পাঠানের কমান্ডে বিভিন্ন অবস্থানে অবস্থান করছিলেন। ঘটনার দিন তাঁর কাছে খবর আসে যে, রাত ১টার দিকে পাকসেনারা রিকশায় করে অস্ত্রশস্ত্র নিয়ে ধানুয়া মাদ্রাসায় অবস্থান নিয়েছে। তারা যে-কোনো সময় ফরিদগঞ্জে আসবে। এ খবর শোনার পর কমান্ডার বেলায়েতের নির্দেশে মুক্তিযোদ্ধাদের একটি গ্রুপ তড়িৎগতিতে চানমারি ব্রিজের কাছে একটি হিন্দুবাড়িতে পরিখা খনন করে অবস্থান নেয়। কিছুক্ষণ পর তাঁরা বেশ কয়েকটি রিকশার বহর দেখতে পান, কিন্তু তাতে পাকবাহিনী নেই। সন্দেহ হওয়ায় একজন মুক্তিযোদ্ধাকে পাঠানো হয় ঘটনা জানার জন্য। তিনি ক্রলিং করে রাস্তার পাশে গিয়ে যেই উঁকি মারেন, অমনি চিৎকার দিয়ে নিচে পড়ে যান। সঙ্গে-সঙ্গে মুক্তিযোদ্ধারা গুলি আরম্ভ করেন। পাকবাহিনীও পাল্টা আক্রমণ করে। পাকবাহিনী মূলত নদীর পাড়ের রাস্তার নিচ দিয়ে আসছিল। প্রায় ২০ মিনিট উভয় পক্ষে যুদ্ধ চলে। পাকবাহিনী ব্রিজের গোড়ায় ২- ৩টি এলএমজি ফিট করে অনবরত গুলি করছিল। এক পর্যায়ে তারা গুলি করতে-করতে পশ্চাদপসরণ করে। এ-যুদ্ধে ২-৩ জন রিকশাচালক নিহত হয়। [দেলোয়ার হোসেন খান]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৭ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!