ভরতেরকান্দি যুদ্ধ (শিবপুর, নরসিংদী)
ভরতেরকান্দি যুদ্ধ (শিবপুর, নরসিংদী) জুন মাসে সংঘটিত হয়। পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের এ-যুদ্ধে কয়েকজন পাকিস্তানি সৈন্য হতাহত হয়।
জুন মাসে কমান্ডার মজনু মৃধার নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধা পাকবাহিনীর যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য নরসিংদী- শিবপুর সড়কের ভরতেরকান্দি সেতুটি বিস্ফোরক দিয়ে ধ্বংস করে দেন। পরদিন সকালে পাকিস্তানি বাহিনীর একটি দল এ এলাকায় এসে মুক্তিযোদ্ধাদের খুঁজতে ভরতেরকান্দির পার্শ্ববর্তী গ্রামসমূহে তল্লাশি চালায়। এতে উভয় পক্ষের মধ্যে যুদ্ধ হয়। যুদ্ধে কয়েকজন পাকসেনা হতাহত হয়। শিবপুর উপজেলা হানাদারমুক্ত হওয়ার পূর্ব পর্যন্ত ভরতেরকান্দি এলাকায় পাকিস্তানি বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের কয়েকবার যুদ্ধ হয়। [রীতা ভৌমিক]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৭ম খণ্ড