ভাঙ্গা তহশিল অফিস বধ্যভূমি (ভাঙ্গা, ফরিদপুর)
ভাঙ্গা তহশিল অফিস বধ্যভূমি (ভাঙ্গা, ফরিদপুর) ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় অবস্থিত। মুক্তিযুদ্ধের সময় এখানে বহু মানুষকে হত্যা করা হয়।
ফরিদপুর জেলার ভাঙ্গা থানার পার্শ্বস্থ তহশিল অফিসে পাকবাহিনীর ক্যাম্প ছিল। এ ক্যাম্পকে তারা নির্যাতনকেন্দ্র হিসেবেও ব্যবহার করত। এখানে অনেককে ধরে এনে নির্যাতন শেষে হত্যা করা হয়। স্বাধীনতার পর তহশিল অফিসে বেশকিছু কঙ্কাল ও দেহাবশেষ পাওয়া যায়। এখানে যে অনেক মানুষকে হত্যা করা হয়েছে তা প্রাপ্ত কঙ্কাল ও দেহাবশেষ থেকে বোঝা যায়। [আবু সাঈদ খান]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৭ম খণ্ড