You dont have javascript enabled! Please enable it!

ভবানীপুর যুদ্ধ (হরিণাকুণ্ডু, ঝিনাইদহ)

ভবানীপুর যুদ্ধ (হরিণাকুণ্ডু, ঝিনাইদহ) সংঘটিত হয় ২রা ডিসেম্বর হরিণাকুণ্ডু উপজেলার ৩নং তাহেরহুদা ইউনিয়নের অন্তর্গত হিন্দু অধ্যুষিত ভবানীপুর গ্রামে। এখানকার হিন্দু জমিদাররা মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা করতেন। এ কারণে মুক্তিযুদ্ধের শুরু থেকেই স্থানীয় রাজাকাররা গ্রামটিতে আক্রমণ চালানোর পরিকল্পনা করে আসছিল। ২রা ডিসেম্বর ভোর ৫:৩০টার দিকে বিহারি, পাকসেনা ও মুসলিম লীগ-এর কর্মীদের নিয়ে তারা দুটি ট্রাকে করে গ্রামে প্রবেশ করে। তাদের উদ্দেশ্য ছিল লুটপাট, অগ্নিসংযোগ ও নারীদের ধর্ষণ করা। এটা টের পেয়ে স্থানীয় জনগণ ও মুক্তিযোদ্ধারা সম্মিলিতভাবে তাদের বাধা দেয়। ফলে উভয় পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে৷ স্থানীয় ছয়জন ব্যক্তিও নিজস্ব বন্দুক নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেন। ফজলুর রহমান নামে একজন সাহসী গ্রামবাসী ধারাল দা দিয়ে হানাদারদের ট্রাকের টায়ার কেটে দেন। যুদ্ধে পাকবাহিনীর একজন ক্যাপ্টেন, একজন ডাক্তার ও ৩৯ জন সৈন্য নিহত হয়। অপরদিকে ঝিনাইদহ সদরের দুজন বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দীন ও তাজ উদ্দীন শহীদ হন। [জামাল উদ্দিন]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৭ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!