You dont have javascript enabled! Please enable it! বেরুলিয়া ব্রিজ অপারেশন (রাউজান, চট্টগ্রাম) - সংগ্রামের নোটবুক

বেরুলিয়া ব্রিজ অপারেশন (রাউজান, চট্টগ্রাম)

বেরুলিয়া ব্রিজ অপারেশন (রাউজান, চট্টগ্রাম) পরিচালিত হয় ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে। পাকসেনারা চট্টগ্রাম থেকে রাঙ্গামাটির দিকে যাবে এ খবর পেয়ে মুক্তিযোদ্ধারা রাউজান উপজেলার সুলতানপুরে অবস্থিত বেরুলিয়া ব্রিজটি ধ্বংসের পরিকল্পনা করেন। এতে অংশ নেন রাউজানের থানা কমান্ডার কামাল উদ্দিন চৌধুরী ও মমতাজুল হক মিন্টুসহ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা। পরিকল্পনা অনুযায়ী অপারেশনের দিন বিকেল আড়াইটার দিকে বিস্ফোরক দিয়ে ব্রিজটি ধ্বংস করে দেয়া হয়। ব্রিজ ধ্বংসের শব্দ শুনে মাইল খানেক দূরে অবস্থানরত পাকসেনারা ব্রিজের নিকট এসে অবস্থান নেয়। কিন্তু অবস্থা প্রতিকূল বুঝে তারা চট্টগ্রাম ক্যান্টনমেন্টে ফিরে যায়। ব্রিজের পূর্বদিকে রাউজান কলেজের রাজাকার ক্যাম্প থেকে রাজাকাররাও ভয়ে পালিয়ে যায়। পরদিন পাকসেনারা ঐ এলাকা ঘিরে ফেলে কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করে এবং নিরীহ লোকদের মারধর করে।
মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে মুক্তিযোদ্ধাদের এই সফল অভিযান একদিকে যেমন মুক্তিযোদ্ধাদের মনোবল বাড়িয়ে দেয়, অন্যদিকে তেমনি পাকসেনাদের মনোবল দারুণভাবে ভেঙ্গে দেয়। [আহমেদ আমিন চৌধুরী]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৭ম খণ্ড