You dont have javascript enabled! Please enable it!

বীরপাশা ও ইসলামপুর গণহত্যা (বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া)

বীরপাশা ও ইসলামপুর গণহত্যা (বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া) সংঘটিত হয় ২৭শে এপ্রিল। এতে ১৯ জন গ্রামবাসী শহীদ হন।
বীরপাশা ও ইসলামপুর বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের দুটি গ্রাম। পাকবাহিনী ঘটনার দিন দুপুরে গ্রাম -দুটিতে হামলা চালিয়ে প্রথমে ১৩ জন এবং পরবর্তীতে ৬ জনকে হত্যা করে। বীরপাশা ও ইসলামপুর গণহত্যায় শহীদরা হলেন- মো. ফজলুর রহমান (৪২) (পিতা আছমউদ্দিন, কৃষক), মো. সিন্দর আলী (২৭) (পিতা আবদুল মন্নাফ), মো. সুলতান আলী (৩২) (পিতা হরমুজ আলী), মো. সিরাজ মিয়া (৩৮) (পিতা খারাজ আলী), মো. মিয়াব আলী (৩৫) (পিতা উদা মিয়া), মো. আবদুল হাশিম (২০) (পিতা ছন্দর আলী), মো. ধলা মিয়া (২৮) (পিতা আবদুর রশিদ), মো. মতিউর রহমান (৪২) (পিতা আবদুল বাছির, বিমানবাহিনীর সদস্য), জাহানারা বেগম (৪০) (স্বামী মতিউর রহমান), ডা. পারভীন বেগম (২৫) (পিতা মতিউর রহমান), পারভেজ (১৫) (পিতা মতিউর রহমান, ছাত্র), চয়ন মিয়া (১০) (পিতা মতিউর রহমান), নয়ন মিয়া (৭) (পিতা মতিউর রহমান), বিশ্বম্ভর সরকার (১৫), নরেন্দ্র সরকার (১৭) (পিতা মণীন্দ্র সরকার), মজনু খাঁ (২৫) (পিতা জুরাল খাঁ), জামাল মিয়া (৩২) (পিতা লালু মিয়া), আবদুল কাদির (৩১) (পিতা মজব আলী) ও মিয়ার আলী (২৮) (পিতা মকসুদ আলী)। [মানিক রতন শর্মা]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৭ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!