You dont have javascript enabled! Please enable it!

বিরুনিয়া গণহত্যা (ভালুকা, ময়মনসিংহ)

বিরুনিয়া গণহত্যা (ভালুকা, ময়মনসিংহ) সংঘটিত হয় ১৭ই নভেম্বর। রাজাকারদের সহায়তায় হিন্দু অধ্যুষিত এ গ্রামে পাকহানাদার বাহিনী ৩০ জন মানুষকে নৃশংসভাবে হত্যা করে। অনেক লাশ তারা সূতিয়া নদীতে ভাসিয়ে দেয়। এছাড়া তারা গ্রামের অর্ধশতাধিক বাড়িঘর জ্বালিয়ে দেয়। বিরুনিয়া গ্রামটি সূতিয়া নদীর পশ্চিম পাড়ে ভালুকা থানা সদর থেকে ১০ কিমি পশ্চিমে অবস্থিত। এ গ্রামের পর বিরুনিয়া বিল। ১৭ই নভেম্বর আনুমানিক ১টার দিকে হানাদার পাকসেনারা কংশেরকুল গ্রামে গণহত্যা ও ধ্বংসযজ্ঞের পর রাজাকার বেলাল খান ও মফিজ মল্লিকের সহায়তায় বিরুনিয়া গ্রামে প্রবেশ করে। বিরুনিয়ায় প্রবেশ করে রাজাকাররা প্রথমেই হানাদারদের ভৌমিক বাড়ি নিয়ে যায়। এ বাড়িতে ঢুকে তারা উমেশ ভৌমিক (৯৫), নেপাল ভৌমিক (২৮), প্রদীপ চক্রবর্তী (২৫) (আনন্দমোহন কলেজের ছাত্র), দিলীপ চক্রবর্তী (২৪) ও বিনোদ বিহারী চক্রবর্তী (৬৮) (ময়মনসিংহ জেলার এক সময়কার শ্রেষ্ঠ নাট্যব্যক্তিত্ব)-কে ধরে বিরুনিয়া বিলের পাড়ে নিয়ে নির্মমভাবে বেয়নেট দিয়ে খুঁচিয়ে ও গুলি করে হত্যা করে। পরে হানাদার বাহিনী একে-একে ঠাকুর বাড়িসহ হিন্দু- মুসলমান উভয় বাড়িতে প্রবেশ করে উমেশ চন্দ্র বিশ্বাস (৫০), যুধিষ্ঠির বর্মণ (৫২), আফাজ উদ্দিন (৪৫) ও হাসান আলী আশু (৪০)-কে গুলি করে হত্যা করে। তাদের নির্মম গণহত্যা থেকে রক্ষা পায়নি পাথার গ্রাম থেকে বেড়াতে আসা নূরুল ইসলাম সরকার। একই সঙ্গে পাকবাহিনী লুণ্ঠন শেষে গ্রামের অর্ধশতাধিক বাড়িঘর জ্বালিয়ে দেয়।
বিরুনিয়া গণহত্যায় ৩০ জনের মতো মানুষ শহীদ হন। হত্যার পর অনেকের লাশ হানাদাররা সূতিয়া নদীতে ভাসিয়ে দেয়। তাদের সকলের পরিচয় জানা যায়নি। যাদের পরিচয় জানা গেছে, তারা হলেন- বিনোদ বিহারী চক্রবর্তী (পিতা গোবিন্দ্র কিশোর চক্রবর্তী), দিলীপ চক্রবর্তী (পিতা বিনোদ বিহারী চক্রবর্তী), প্রদীপ চক্রবর্তী (এ এম কলেজের ছাত্র), নেপাল ভৌমিক (পিতা চন্দ্র কুমার ভৌমিক), উমেশ ভৌমিক (পিতা অর্জুন ভৌমিক), উমেশ চন্দ্র বিশ্বাস (পিতা ভগবান বিশ্বাস), যুধিষ্ঠির বর্মণ (পিত মহিনী বর্মণ), হাসান আলী আশু (পিতা হামেদ আলী), শর্মিলা (পিতা যোগেন্দ্র চন্দ্র বর্মণ) ও পলি রাণী বর্মণ (পিতা যোগেন্দ্ৰ চন্দ্র বর্মণ)। [মো. শফিকুল ইসলাম কাদির]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৭ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!