You dont have javascript enabled! Please enable it!

বিল্ববাড়ি গণহত্যা (বানারীপাড়া, বরিশাল)

বিল্ববাড়ি গণহত্যা (বানারীপাড়া, বরিশাল) সংঘটিত হয় ১০ই মে। এতে ১০-১২ জন সাধারণ গ্রামবাসী শহীদ হন। বানারীপাড়া উপজেলার ৭নং বানারীপাড়া ইউনিয়নের গাভা হাইস্কুলের পেছনে অবস্থিত বিল্ববাড়ি ছিল মূলত মুক্তিযোদ্ধাদের একটি ক্যাম্প। ১০ই মে সোমবার সকাল ১০টায় বরিশাল থেকে বানারীপাড়া হয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর একটি দল গাভা বাজারে অগ্নিসংযোগ করে এবং বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ীকে হত্যা করে। এরপর তারা খালের ওপার মুক্তিযোদ্ধাদের ক্যাম্প বিল্ববাড়ির দিকে যায়। কিন্তু সেখানে কোনো মুক্তিযোদ্ধাকে না পেয়ে তারা গণহত্যা চালায়। এ গণহত্যার প্রত্যক্ষদর্শী আহত সোলায়মান রাঢ়ী জানান, ‘সেখানে কোনো মুক্তিযোদ্ধা না পেয়ে পাকিস্তানি হানাদার বাহিনী আমার ভাই মো. হানিফ, আবদুর রব তালুকদার, লতিফ শেরওয়ানীসহ আরও ১০/১২ জনকে হত্যা করে।’
বিল্ববাড়ি গণহত্যায় শহীদদের মধ্যে ৬ জনের নাম জানা গেছে। তারা হলেন— আবদুর রব তালুকদার (৩৫) (পিতা কলিম তালুকদার, গাভা), লতিফ শেরওয়ানী (৩০) (পিতা আচমত আলী শেরওয়ানী, গাভা), মোহাম্মাদ ফকির (৫৫) (বেরমহল), আশ্রাব আলী (৪৫) (রায়েরহাট), মোহাম্মাদ রাঢ়ী (৫০) (গাভা) ও মোহাম্মাদ হানিফ (৫৫) (গাভা)। [মনিরুজ্জামান শাহীন]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৭ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!