You dont have javascript enabled! Please enable it! বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অভিনেতা ও প্রযোজক বিশ্বজিৎ আর চ্যাটার্জী - সংগ্রামের নোটবুক

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অভিনেতা ও প্রযোজক বিশ্বজিৎ আর চ্যাটার্জী

বিশ্বজিৎ আর চ্যাটার্জী (জন্ম ১৯৩৬) ভারতের অভিনেতা ও প্রযোজক। তিনি রণজিৎ কুমার চ্যাটার্জী নামেও পরিচিত ছিলেন। তিনি ১৯৩৬ সালের ১৪ই ডিসেম্বর অবিভক্ত ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৯ সালে ডাক হরকরা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। তিনি কলকাতায় মায়ামৃগ (১৯৬০) ও দুই ভাই (১৯৬১) বাংলা চলচ্চিত্রে কাজ করার পর বোম্বে (বর্তমান মুম্বাই) গমন করেন। সেখানে তিনি বিস সাল বাদ হিন্দি চলচ্চিত্রে (১৯৬২) অভিনয় করেন। তিনি প্রযোজক ও পরিচালক হিসেবে ১৯৭৫ সালে কেহতে হে মুঝকো রাজা চলচ্চিত্রে কাজ করেন এবং একই চলচ্চিত্রে অভিনয়ও করেন। তিনি অসংখ্য বাংলা ও হিন্দি চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। তার মধ্যে কয়েকটি হলো- সানাই, মজবুর, এপ্রিল ফুল, মেরে সনম, ইয়ে রাত ফির না আয়েগী, কিসমত, জয় বাবা তারকনাথ, অমর গীতি ইত্যাদি। চলচ্চিত্রের ক্ষেত্রে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি স্টার স্ক্রিন লাইফটাইম এচিভমেন্ট এওয়ার্ড (২০০৭), কলকাতা গৌরব সম্মান লাইফটাইম এচিভমেন্ট এওয়ার্ড (২০১৪) ইত্যাদি পুরস্কার লাভ করেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে বাংলা ও হিন্দি চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ও প্রযোজক বিশ্বজিৎ আর চ্যাটার্জী বাংলাদেশের পক্ষে জনমত সৃষ্টির জন্য চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীদের সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর আর্থিক সহায়তায় চিত্রনির্মাতা ঋত্বিক ঘটক বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর প্রথম প্রামাণ্য চিত্র দুর্বার গতি পদ্মা নির্মাণ করেন, যার ইংরেজি নাম There Flows Padma the Mother। এ প্রামাণ্য চিত্রে বিশ্বজিৎ চ্যাটার্জী অভিনয় করেন। তিনি ও তাঁর সহকর্মীরা বিভিন্ন সভাসমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অর্থসংগ্রহ করে তা শরণার্থীদের কল্যাণে প্রদান করেন। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক ১লা অক্টোবর ২০১৩ বিশ্বজিৎ আর চ্যাটার্জী-কে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৭ম খণ্ড