বিনোদপুর বাজারঘাট বধ্যভূমি (মহম্মদপুর, মাগুরা)
বিনোদপুর বাজারঘাট বধ্যভূমি (মহম্মদপুর, মাগুরা) মহম্মদপুর উপজেলার বিনোদপুর চৌরাস্তা বাজার-ঘাট ছিল পাকিস্তানি বাহিনীর বড় বধ্যভূমি। পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসররা বিভিন্ন স্থান থেকে মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষদের ধরে এনে বিনোদপুর রাজাকার ক্যাম্পে নির্যাতন করত। অতঃপর বাজার-ঘাটে এনে গুলি করে হত্যা করত। এপ্রিলের শেষ সপ্তাহ থেকে অক্টোবরের শেষ পর্যন্ত এখানে গণহত্যাকাণ্ড সংঘটিত হয়। বিনোদপুর ইউনিয়নে বেশকিছু সংখ্যক হিন্দু পরিবারের বসবাস থাকায় হিন্দু সম্প্রদায়ের অনেকেই এখানে গণহত্যার শিকার হন। স্থানীয় মুক্তিযোদ্ধাদের বিবরণ অনুযায়ী একই সময়ে হানাদার বাহিনী ও তাদের দোসররা সাহাপাড়ায় ঢুকে ১২-১৩ জনকে গুলি করে হত্যা করে এবং লাশগুলো নবগঙ্গা নদীতে ফেলে দেয়। স্থানীয় মুসলিম লীগ নেতা গোলাম সারওয়ার ও হানাদার বাহিনীর সহযোগী চাঁদ আলী সরকারের মদদে এ নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়। এছাড়াও এলাকার বিভিন্ন স্থান থেকে লোকদের ধরে এনে বাজার-ঘাটে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেয়া হয়। ভারত গমণকারী শরণার্থীরাও এখানে গণহত্যার শিকার হন। এ বধ্যভূমিতে শতাধিক মানুষ শহীদ হন, যাদের অধিকাংশ ছিলেন দূর-দূরান্তের। ফলে তাদের সকলের পরিচয় জানা যায়নি। [সৈয়দ হাদিউজ্জামান]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৭ম খণ্ড