You dont have javascript enabled! Please enable it! 1971.12.07 | বিটিসি মাঠ যুদ্ধ (দৌলতপুর, কুষ্টিয়া) - সংগ্রামের নোটবুক

বিটিসি মাঠ যুদ্ধ (দৌলতপুর, কুষ্টিয়া)

বিটিসি মাঠ যুদ্ধ (দৌলতপুর, কুষ্টিয়া) সংঘটিত হয় ৭ই ডিসেম্বর। দৌলতপুর উপজেলার বিটিসি ও জয়রামপুর মাঠের মাঝামাঝি স্থানের এ-যুদ্ধে ৮ জন পাকিস্তানি সৈন্য নিহত হয়। অপরদিকে ১ জন মুক্তিযোদ্ধা শহীদ ও অপর ১ জন আহত হন। কমান্ডার মো. ইয়াকুব আলীর নেতৃত্বে এ- যুদ্ধ সংঘটিত হয়।
ডিসেম্বর মাসের প্রথম দিকে মুক্তিযোদ্ধাদের উপর্যুপরি আক্রমণে পাকবাহিনী অবস্থা বেগতিক দেখে প্রাগপুর ও মহিষকুণ্ডিতে তাদের ক্যাম্প গুটিয়ে ২০টি গাড়িতে করে পালিয়ে যাচ্ছিল। এ খবর পেয়ে মুক্তিযোদ্ধারা তাদের প্রতিহত করার জন্য পজিশন নেন। ক্যাম্প থেকে পাকবাহিনীর ৮টি গাড়ি বেরিয়ে গেলে মুক্তিযোদ্ধারা এলএমজি দিয়ে পাকবাহিনীর গাড়ি লক্ষ করে ব্রাশফায়ার করেন। এতে ৮ জন পাকসেনা নিহত হয়। এরপর পাকবাহিনী পাল্টা গুলি ছুড়লে উভয়ের মধ্যে যুদ্ধ শুরু হয়। যুদ্ধে মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম রফিক শহীদ এবং তাঁর এক সহযোদ্ধা গুরুতর আহত হন। মুক্তিযোদ্ধাদের প্রচণ্ড আক্রমণে পাকবাহিনী পলায়ন করতে বাধ্য হয়। কমান্ডার মো. ইয়াকুব আলীর নেতৃত্বে ফিলিপনগর ইউনিয়ন ও হোগলবাড়িয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধারা এ-যুদ্ধে অংশগ্রহণ করেন। [মো. ছাদিকুজ্জামান]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৭ম খণ্ড