বিড়ালদহ মাদ্রাসা গণহত্যা (পুঠিয়া, রাজশাহী)
বিড়ালদহ মাদ্রাসা গণহত্যা (পুঠিয়া, রাজশাহী) সংঘটিত হয় ১২ই এপ্রিল। এতে অনেক নিরীহ গ্রামবাসী শহীদ হন।
ঘটনার দিন পাকবাহিনী ঝলমলিয়া বাজারে এসে এলোপাতাড়ি গুলি ও শেল নিক্ষেপ করলে ১২ জন নিহত হয়। এতে এলাকায় ত্রাসের সৃষ্টি হয়। ফলে প্রাণভয়ে অনেকে বিড়ালদহ মাদ্রাসায় গিয়ে আশ্রয় নেয়। তারা মনে করেছিল পাকবাহিনী মাদ্রাসায় আক্রমণ করবে না। কিন্তু বর্বর পাকবাহিনী মাদ্রাসায় আশ্রিতদের নিকটস্থ পুকুরপাড়ে এনে লাইনে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার করে। এতে তারা ঘটনাস্থলেই শহীদ হন। শহীদরা বিভিন্ন এলাকার হওয়ায় তাদের নাম-ঠিকানা জানা যায়নি। [মো. ইলিয়াছ উদ্দিন]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৭ম খণ্ড