বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের বিশিষ্ট আলোকচিত্রগ্রাহক বিনয় রায়
বিনয় রায় ভারতের বিশিষ্ট আলোকচিত্রগ্রাহক। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে তিনি ভারতীয় ফিল্ম ডিভিশনে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধ সম্বন্ধে ভারতীয় ও আন্তর্জাতিক সম্প্রদায়কে অবহিত করার জন্য ভারতীয় ফিল্ম ডিভিশন কর্তৃক নিয়মিত নিউজ রিল ও প্রামাণ্যচিত্র নির্মাণ সংক্রান্ত ইউনিটের ক্যামেরা বিভাগের প্রধান ছিলেন তিনি। ২৫শে মার্চের গণহত্যা ও ২৬শে মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার পর তিনিই প্রথম ভারতীয় আলোকচিত্রগ্রাহক, যিনি বাংলাদেশে প্রবেশ করে পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার ছবি তোলেন ও প্রামাণ্যচিত্র তৈরি করেন, যা সারা ভারতের প্রেক্ষাগৃহসমূহের নিউজ রিলে প্রচারিত হয়। এর নাম ছিল, ‘রিফিউজি-৭১’। পরবর্তীকালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বর্ণিত হয়েছে এমন বেশকিছু চলচ্চিত্রে বিনয় রায়ের ধারণকৃত আলোকচিত্র ব্যবহৃত হয়েছে। মুক্তিযুদ্ধে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক ২০১৩ সালের ১লা অক্টোবর বিনয় রায়-কে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা (মরণোত্তর) প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৭ম খণ্ড