You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের বিশিষ্ট আলোকচিত্রগ্রাহক বিনয় রায়

বিনয় রায় ভারতের বিশিষ্ট আলোকচিত্রগ্রাহক। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে তিনি ভারতীয় ফিল্ম ডিভিশনে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধ সম্বন্ধে ভারতীয় ও আন্তর্জাতিক সম্প্রদায়কে অবহিত করার জন্য ভারতীয় ফিল্ম ডিভিশন কর্তৃক নিয়মিত নিউজ রিল ও প্রামাণ্যচিত্র নির্মাণ সংক্রান্ত ইউনিটের ক্যামেরা বিভাগের প্রধান ছিলেন তিনি। ২৫শে মার্চের গণহত্যা ও ২৬শে মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার পর তিনিই প্রথম ভারতীয় আলোকচিত্রগ্রাহক, যিনি বাংলাদেশে প্রবেশ করে পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার ছবি তোলেন ও প্রামাণ্যচিত্র তৈরি করেন, যা সারা ভারতের প্রেক্ষাগৃহসমূহের নিউজ রিলে প্রচারিত হয়। এর নাম ছিল, ‘রিফিউজি-৭১’। পরবর্তীকালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বর্ণিত হয়েছে এমন বেশকিছু চলচ্চিত্রে বিনয় রায়ের ধারণকৃত আলোকচিত্র ব্যবহৃত হয়েছে। মুক্তিযুদ্ধে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক ২০১৩ সালের ১লা অক্টোবর বিনয় রায়-কে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা (মরণোত্তর) প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৭ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!