মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য বিজয় ‘৭১ (ঘাটাইল, টাঙ্গাইল)
বিজয় ‘৭১ (ঘাটাইল, টাঙ্গাইল) টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা সদরে টাঙ্গাইল-মধুপুর, ঘাটাইল-সাগরদীঘি ও ঘাটাইল-ভূঞাপুর পাকা সড়কের সংযোগস্থলে (ঘাটাইল কলেজ গেইট বাসস্ট্যান্ড) নির্মিত মুক্তিযুদ্ধের একটি স্মারক ভাস্কর্য। ৫ ফুট উঁচু ও ৪১ ফুট গোলাকার একটি ভিতের ওপর ২০১৪ সালে এটি নির্মিত হয়। ভাস্কর্যটিতে চারটি হাত পাশাপাশি স্থাপিত হয়েছে। কনুই থেকে ১১ ফুট দীর্ঘ দুটি হাতের একটির তালুতে তিনটি এবং অপরটির তালুতে দুটি উন্মুক্ত পায়রা শান্তির প্রতীক হিসেবে স্থান পেয়েছে। ১০ ফুট দীর্ঘ তৃতীয় হাতটিতে ঊর্ধ্বমুখী একটি রাইফেলের ট্রিগারে আঙ্গুল চেপে রেখেছেন একজন বীর মুক্তিযোদ্ধা। ১৪ ফুট দীর্ঘ চতুর্থ হাতে মহান মুক্তিযুদ্ধে বিজয়ের প্রতীক হিসেবে একটি রাইফেলের অগ্রভাগে স্বাধীন বাংলাদেশের পতাকা স্থান পেয়েছে। ভাস্কর্যটির নির্মাতা শিল্পী মৃণাল হক। [শফিউদ্দিন তালুকদার]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৭ম খণ্ড