You dont have javascript enabled! Please enable it! বিজয় বাংলা ভাস্কর্য (শেরপুর, বগুড়া) - সংগ্রামের নোটবুক

বিজয় বাংলা ভাস্কর্য (শেরপুর, বগুড়া)

বিজয় বাংলা ভাস্কর্য (শেরপুর, বগুড়া) শেরপুর সদরের কেল্লাকুশী রোডে স্থাপিত মুক্তিযুদ্ধের একটি ভাস্কর্য। ভাস্কর আব্দুর রউফ হিরু নির্মিত এ ভাস্কর্যটি ১৯৯৭ সালের ২৬শে মার্চ কেল্লাকুশী রোডে স্থাপন করা হয়। ছয় ফুট দৈর্ঘ্য ও আড়াই ফুট চওড়া এ ভাস্কর্যটিতে কাঁধে পতাকা ও হাতে রাইফেল নিয়ে একজন মুক্তিযোদ্ধা দৌড়ের ভঙ্গিতে রয়েছেন। শ্বেতপাথরে লেখা আছে “বিজয় বাংলা’। কংক্রিট ঢালাইয়ের এ ভাস্কর্যটি তৈরি করতে সময় লেগেছে ৩ মাস এবং খরচ পড়েছে ৪০ হাজার টাকা। বগুড়া জেলা আওয়ামী লীগ-এর সাধারণ সম্পাদক ও তৎকালীন পৌর চেয়ারম্যান মজিবুর রহমান মজনু ‘বিজয় বাংলা’ ভাস্কর্যটি উদ্বোধন করেন। ভাস্কর্যটি এখন আর ঐ স্থানে নেই। রাস্তা প্রশস্তকরণের কারণে ২০০২ সালে ভাস্কর্যটি সরিয়ে নিয়ে অন্যত্র স্থাপনের কথা থাকলেও এখন পর্যন্ত তা করা হয়নি। [সেলিনা শিউলী]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৭ম খণ্ড