You dont have javascript enabled! Please enable it!

বিজয় বাংলা ভাস্কর্য (শেরপুর, বগুড়া)

বিজয় বাংলা ভাস্কর্য (শেরপুর, বগুড়া) শেরপুর সদরের কেল্লাকুশী রোডে স্থাপিত মুক্তিযুদ্ধের একটি ভাস্কর্য। ভাস্কর আব্দুর রউফ হিরু নির্মিত এ ভাস্কর্যটি ১৯৯৭ সালের ২৬শে মার্চ কেল্লাকুশী রোডে স্থাপন করা হয়। ছয় ফুট দৈর্ঘ্য ও আড়াই ফুট চওড়া এ ভাস্কর্যটিতে কাঁধে পতাকা ও হাতে রাইফেল নিয়ে একজন মুক্তিযোদ্ধা দৌড়ের ভঙ্গিতে রয়েছেন। শ্বেতপাথরে লেখা আছে “বিজয় বাংলা’। কংক্রিট ঢালাইয়ের এ ভাস্কর্যটি তৈরি করতে সময় লেগেছে ৩ মাস এবং খরচ পড়েছে ৪০ হাজার টাকা। বগুড়া জেলা আওয়ামী লীগ-এর সাধারণ সম্পাদক ও তৎকালীন পৌর চেয়ারম্যান মজিবুর রহমান মজনু ‘বিজয় বাংলা’ ভাস্কর্যটি উদ্বোধন করেন। ভাস্কর্যটি এখন আর ঐ স্থানে নেই। রাস্তা প্রশস্তকরণের কারণে ২০০২ সালে ভাস্কর্যটি সরিয়ে নিয়ে অন্যত্র স্থাপনের কথা থাকলেও এখন পর্যন্ত তা করা হয়নি। [সেলিনা শিউলী]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৭ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!